নয়াদিল্লি: দিনকয়েক পরেই শুরু হবে এশিয়া কাপ। আইপিএলের পরের মরশুম কেন, আইপিএল নিলামও এখনও অনেক দেরি। তবে এর মাঝেও আইপিএলের বেশ কিছু খবর সামনে আসছে। গতকালই যেমন রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। এবার শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নেতৃত্ব হারাতে পারেন অক্ষর পটেল (Axar Patel)।

Continues below advertisement

News 24-র রিপোর্ট অনুযায়ী আসন্ন আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে এক নতুন খেলোয়াড়ের দায়িত্ব নেওয়া কার্যত নিশ্চিত। গত মরশুমে স্বপ্নের ফর্মে মরশুমটা শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। শুরুতে আটটি ম্যাচের মধ্য়ে ছয়টি জিতেছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে মরশুমের দ্বিতীয়ার্ধে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জিতে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস। অক্ষরের ব্য়ক্তিগত পারফরম্যান্সও খুব আহামরি ছিল না। তিনি ১২ ম্যাচে ২৬৩ রান করেছিলেন। বল হাতে নিয়েছিলেন পাঁচ উইকেট। তবে তাঁর আঙুলে চোটও ছিল। সেই নিয়েই খেলা চালিয়ে যান অক্ষর।

তবে কাঙ্খিত সাফল্য না পাওয়ার ফলেই হয়তো অক্ষরকে অধিনায়কের পদ থেকে সরানো হবে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। অবশ্য খেলোয়াড় অক্ষর কিন্তু দিল্লি ক্যাপিটালসেই থাকছেন, সেই বিষয়ে আপাতত কোনও সন্দেহ নেই বলেই দাবি করা হচ্ছে। এবার প্রশ্ন হল অক্ষরের পরিবর্তে কে? দিল্লি দলে বিকল্প হিসাবে ফাফ ডুপ্লেসি ও কেএল রাহুল রয়েছেন। উভয়েই অতীতে ফ্র্যাঞ্চাইজিকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন। এবার দেখার নেতৃত্ব বদল হলে এই দুই অভিজ্ঞ তারকার কেউ অধিনায়ক হন, না অন্য কারুর কাঁধে দায়িত্ব দেওয়া হয়।

Continues below advertisement

অপরদিকে, এক হতাশাজনক মরশুমের পর রয়্যালস কোচ হিসাবে দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করার পর রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে গত বছরের ৬ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তনী। তবে তিনি পরবর্তী মরশুমে আর তাঁকে প্রধান কোচ হিসাবে দেখা যাবে বলেই জানায় রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়, 'রাজস্থান রয়্যালসের তরফে জানানো হচ্ছে যে রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-র আগেই নিজের সফর সমাপ্ত করতে চলেছেন। বহু বছর রয়্যালসদের এই সফরের কেন্দ্রে ছিলেন রাহুল (খেলোয়াড় ও কোচ হিসাবে)। ওঁর নেতৃত্ব একটা গোটা যুগকে অনুপ্রাণিত করেছেন, দলের সকলের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাল পরিবেশ গঠনে সাহায্য করেছেন।'

ফ্র্যাঞ্চাইজির তরফে দাবি করা হয় সব কাটাছেঁড়া করার পর রাহুল দ্রাবিড়কে ফ্র্যাঞ্চাইজির তরফে আরও বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে দ্রাবিড় তা ফিরিয়ে দিয়েছেন।