নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রিপোর্ট অনুযায়ী আজই দুপুর তিনটের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। রিটেনশন তালিকা প্রকাশের আগে কিন্তু ট্রেডিংয়ের মাধ্যমে দলবদলের শোরগোল তুঙ্গে। এখনও পর্যন্ত সরকারিভাবে মুম্বই ইন্ডিয়ান্সের তরফেই কেবল দুই তারকাকে ট্রেডের মাধ্য়মে দলে নেওয়ার কথা ঘোষণা করা হলেও, আরও একাধিক তারকার ট্রেড উইন্ডোতে দলবদলের জল্পনা শোনা যাচ্ছে।
সরকারিভাবে ঘোষণা না হলেও, এই ট্রেড উইন্ডোতে সাম্প্রতিককালে সবচেয়ে বড় দলবদল ঘটতে চলেছে। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রাজস্থান রয়্যালসের মধ্যে সেই ট্রেডিং হতে চলেছে বলে খবর। সঞ্জু স্যামসন এবং রবীন্দ্র জাডেজা, স্যাম কারানের জার্সির রং অদলবদল হচ্ছে বলে জোর জল্পনা। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে ট্রেডিংয়ের মাধ্যমে সিএসকে আরও এক বড় তারকাকে দলে নিতে পারে, যার ডাক নামই আবার 'বিগ শো'। হ্যাঁ, ঠিকই পড়ছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী অজ়ি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) এবার আইপিএলেও হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে।
২০২৫ আইপিএল মরশুমটা ম্য়াক্সওয়েলের জন্য খানিকটা দুঃস্বপ্নের মতোই কেটেছে। মাত্র সাত ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে তিনি ৪৮ রান করেছিলেন। নিয়েছিলেন চারটি উইকেট। তারপরেই আঙুলের চোটের কারণে ম্যাক্সওয়েল টুর্নামেন্ট থেকে ছিটকে যান। রিপোর্ট অনুযায়ী পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি ম্যাক্সওয়েলকে রিটেন করতে আগ্রহী নয়। শোনা যাচ্ছে তাঁর জন্য পাঞ্জাব এবং সিএসকের মধ্যে কথাবার্তা চালু হয়েছে। ট্রেডিংয়ে ম্য়াক্সওয়েল হলুদ ব্রিগেডে যোগ দিতে পারেন।
জাডেজা এবং কারান, দুই অলরাউন্ড যদি দলবদল করেন, তাহলে সিএসকের দলে অলরাউন্ডারের প্রয়োজন। পাঁচ বারের চ্যাম্পিয়নরা তাই এমন একজন স্পিনার অলরাউন্ডার খুঁজছে যিনি ফিনিশারের দায়িত্বও পালন করতে পারেন। ম্যাক্সওয়েল সেই ভূমিকা পালনে সক্ষম এবং সেই কারণেই হলুদ ব্রিগেড তাঁকে দলে নিতে আগ্রহী বলে দাবি করা হচ্ছে। এবার অপেক্ষা সময়ের। গোটা বিষয়টি যে এখনও জল্পনার পর্যায়েই রয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।
শামির দলবদল
শোনা যাচ্ছে এই ট্রেড উইন্ডোতে আরও এক তারকা ক্রিকেটার নিজের দলবদল করতে চলেছেন। কে সেই ক্রিকেটার? তিনি মহম্মদ শামি। রিপোর্ট অনুযায়ী কোনও ক্রিকেটার নয়, বরং সম্পূর্ণভাবে টাকার বিনিময়েই মহম্মদ শামির দলবদল ঘটতে চলেছে।
সানরাইজার্স হায়দরাবাদ গত বছরের মেগা নিলামে ১০ কোটি টাকার বিনিময়ে মহম্মদ শামিকে দলে নিয়েছিল। খবর অনুযায়ী এই টাকার বিনিময়েই শামিকে সানরাইজার্স থেকে দলে নিতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। দুই ফ্র্যাঞ্চাইজ়িই নাকি প্রাথমিকভাবে এই চুক্তি বিষয়ে কথাবার্তা সেরে নিয়েছে। তবে শামির এই ট্রেড চুক্তিতে সম্মতি দেওয়াটা এখনও বাকি রয়েছে।