নয়াদিল্লি: সঞ্জু স্যামসনের (Sanju Samson) ট্রেডিংয়ের মাধ্যমে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি বদলের খবর নতুন কিছু নয়। তারকা কিপার-ব্যাটারকে দলে নিতে চেন্নাই সুপার কিংসই সবথেকে আগ্রহী বলে খবর। তবে কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) সঞ্জু নিতে চায় বলে না না রিপোর্টে দাবি করা হচ্ছিল। পরিবর্তে কেকেআর কাদের ছাড়তে আগ্রহী, সেই বিষয়ও এবার শোনা গেল। 

Continues below advertisement

খবর অনুযায়ী স্যামসনের ট্রেডের জন্য রাজস্থান একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে। রয়্যালসের কর্ণধার মনোজ বাদালে নিজে এই বিষয়টি দেখছেন। তিনি নাকি স্যামসনকে ট্রেড করার বদলে বিভিন্ন দলের থেকে নির্দিষ্ট খেলোয়াড় চেয়েছেন। যে দলের সঙ্গে সবথেকে বেশি করে স্যামসনের নাম জড়াচ্ছে, সেটা হল চেন্নাই সুপার কিংস। সিএসকেতে স্যামসনের যোগ দেওয়ার সবথেকে বেশি কানাঘুষো শোনা যাচ্ছিল তবে তা এখন কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। 

সিএসকের থেকে স্যামসনের পরিবর্তে রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড় বা শিবম দুবের একজনকে দলে নিতে চেয়েছিল রাজস্থান। তবে সিএসকে এই তারকা ত্রয়ীর কাউকে ছাড়তে আগ্রহী নয়। সেই কারণেই সম্ভবত রাজস্থান ও সিএসকের এই ট্রেডটা হবে না বলেই শোনা যাচ্ছিল। এবার এর মাঝেই শোনা যাচ্ছে কেকেআর নাকি স্যামসনের বদলে রাজস্থানকে তরুণ প্রতিভাবান ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) বা রমণদীপ সিংহকে ট্রেড করতে আগ্রহী। এই দুইজনের ক্ষেত্রে একজনকেই ট্রেড করতে চায় নাইটরা।

Continues below advertisement

তবে দুই তারকার সঙ্গেই যে স্যামসনের দামের অনেক পার্থক্য রয়েছে। এক্ষেত্রে ট্রেড যদি তিন কোটির অঙ্গকৃষের সঙ্গে হয়, তাহলে স্যামসনকে নিলে কেকেআরকে তাঁর সঙ্গে আরও ১৫ কোটি টাকা এবং চার কোটির রমণদীপের ক্ষেত্রে ১৪ কোটি টাকা দিয়ে ট্রেডটা সমতুল্য করতে হবে। 

সঞ্জু স্যামসন কিন্তু কেরিয়ারের একেবারে শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন। সেইসময় তিনি কেকেআর দলে সুযোগ পাননি। তবে সময় পাল্টেছে। তিনি এখন আইপিএলের সেরা ক্রিকেটারদের অন্যতম। একজন কিপার, ব্যাটার ও অধিনায়ক, ঠিক যে যে ভূমিকায় গত মরশুমে কেকেআর হোঁচট খেয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা, সেই সব সমস্যারই সমাধান করতে পারেন স্যামসন। আবার রাজস্থান গত মরশুমে লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সমস্যায় ভুগেছিল। সেই ভূমিকায় রমণদীপ পটু। তাই এই পরিস্থিতিতে এই ট্রেডের বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাকিটা সময়ই বলবে।