চণ্ডীগড়: আইপিএলে (IPL) দুই দলের সঙ্গে দর কষাকষি করা, কিংবা নিয়ম ভেঙে গোপনে অন্য দলের সঙ্গে চুক্তি সংক্রান্ত কথা বলার ঘটনা বিরল নয়। সেই অভিযোগে ক্রিকেটারের শাস্তি হয়েছে, সেই নজিরও রয়েছে। কিন্তু দলবদলের জন্য এক দলকে মিথ্যে কথা বলে অব্যহতি নেওয়া এবং নিলামে অন্য দল খুঁজে নেওয়া?

Continues below advertisement

এমনই গুরুতর এবং বিরল অভিযোগ উঠল অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ ইংলিসের বিরুদ্ধে। অভিযোগ তুলল আইপিএলে দুবারের ফাইনালিস্ট পঞ্জাব কিংস (Punjab Kings)। বলা হল, পঞ্জাব কিংসকে 'মিথ্যে' কথা বলে রিটেনশন তালিকা থেকে অব্য়হতি নিয়েছিলেন ইংলিস। কিন্তু তারপর নিলামে ওঠেন। ২০২৬ সালের আইপিএলের জন্য তাঁকে চড়া দামে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। তারপরই বিস্ফোরক পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া।

জশ ইংলিস গত আইপিএলে খেলেছিলেন পঞ্জাব কিংসে। তবে রিটেনশন তালিকায় তাঁর নাম রাখেনি নেস-প্রীতি জ়িন্টার দল। পরে জানা যায় যে, নিজের বিয়ের জন্য কার্যত পুরো আইপিএলেই খেলতে পারবেন না বলে পঞ্জাব কিংসকে জানিয়েছিলেন অজি তারকা। সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও নিলামে ওঠেন ইংলিস। তাঁকে ৮ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। যে দাম তাঁর গতবারের দরের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি! তারপর থেকেই জোরাল প্রশ্ন, দাম বাড়ানোর জন্য কি মিথ্যে কথা বললেন জশ ইংলিস?

Continues below advertisement

শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নালিশ করতে পারে পঞ্জাব কিংস। জশ ইংলিসকে রীতিমতো দলের সম্পদ মনে করা হতো। সেই ক্রিকেটার এভাবে হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে পঞ্জাব কিংস শিবিরের অন্দরমহলে। পঞ্জাব কিংস শিবির থেকে এটাকে সম্পূর্ণ ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করা হয়েছে।

পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া বলেছেন, 'খুব দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে, আমাদের একেবারে শেষ মুহূর্তে জশ জানিয়েছিল যেটা ঠিক নয় কারণ ও আমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে আছে। সকলেই জানতেন কবে রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। এবং তার ঠিক ৪৫ মিনিট আগে ও আমাদের জানায় যে ওর বিয়ে রয়েছে এবং তার জন্য ওর সময় লাগবে। নিজের ও পরিবারের জন্য। ও বলেছিল, ওকে আইপিএলে মাত্র সপ্তাহ দুয়েকের জন্য পাওয়া যাবে, হয়তো তিনটি ম্যাচে। আমরা ওকে বলেছিলাম যে, আগে জানানো উচিত ছিল। আমার মনে হয়নি এটা ওর পক্ষে খুব পেশাদার কোনও কাজ। কোনও সময়সীমা আছে জেনেও যেই এটা করুক না কেন তার জন্যই অপেশাদার কাজ। ও জানতো ওকে আমরা রিটেন করছি। সেক্ষেত্রে ৪৫ মিনিট আগে ফোন করে বলা যে, আমি আসছি না, সেটা মানা যায় না।'

সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস - দুই শিবিরেই প্যাট কামিন্স, টম মুডি, জাস্টিন ল্যাঙ্গারের মতো অস্ট্রেলীয় তারকা রয়েছেন। যাঁরা জাতীয় দলের অনেক বেশি খবর রাখেন। তাঁদের মধ্যে এলএসজি কোচ ল্যাঙ্গার ওয়েস্ট অস্ট্রেলিয়ার। যাঁর পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংয়ের চেয়ে রাজ্য দলের ক্রিকেটার ইংলিসের ব্যাপারে অনেক বেশি খবর রাখার কথা। তারপর থেকেই জল্পনা, সেই কারণেই কি ইংলিসকে নিতে সচেষ্ট হল দুই দল?

সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ বরুণ অ্যারন বলেছেন, 'ও অবশ্যই ব্যক্তিগত কারণে বাইরে থাকবে কিছুদিন তবে সেটা পাল্টাতেও পারে। নিলামের পর লোকে মত পাল্টাতেও পারে। কখনওই আগাম বলা যায় না। ওর সঙ্গে আমাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরির যা সম্পর্ক, তাতে আমাদের মনে হয়েছিল ড্যান বললে ও আরও কয়েকটা ম্যাচ খেলে দেবে। তাই নিলামে ঝাঁপিয়েছিলাম।'