নয়াদিল্লি: কোচিতে আইপিএলের 'মিনি' নিলামে (IPL Auction 2023) অলরাউন্ডারের জয়জয়কার। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আইপিএলের সর্বকালের সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন স্যাম কারান। কারানের পরেই আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। ২৩ বছর বয়সি গ্রিনকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এত দামে বিক্রি হওয়াটা এখনও গ্রিনের কাছে যেন স্বপ্নের মতোই।


ঘোরের মধ্যে গ্রিন


মুম্বইয়ে যোগ দেওয়ার পরে গ্রিন বলেন, 'এখনও নিজেকে চিমটি কাটছি। বিশ্বাসই হচ্ছে না এমনটা সত্যি সত্যিই হয়েছে। নিলামে নিজের নাম উঠতে দেখার অনুভূতিটাই ভিন্ন রকমের। আমি ভীষণই চাপে ছিলাম। আমার হাত পা কার্যত ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি বরাবরই আইপিএলের ভক্ত এবং এখন আইপিএলে আমি খেলার সুযোগ পাব। গোটা অনুভূতিটাই দারুণ। মুম্বই ইন্ডিয়ান্স এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। এই দলে যোগ দেওয়ার সুযোগ পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। পরের বছর আইপিএলে খেলার জন্য মুখিয়ে রয়েছি।' 


প্রসঙ্গত, দিন কয়েক আগে ভারত সফরে ক্যামেরন গ্রিন ১৯ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। কোনও অস্ট্রেলিয়ানের এটিই ভারতের বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরান। ব্যাট হাতে বড় শট মারার পাশাপাশি গ্রিন বল হাতেও ১৪০-র অধিক গতিতে বল করতে সক্ষম। কায়রন পোলার্ঢ অবসর নেওয়ার পর পল্টনরা তাঁর যোগ্য বিকল্প যে পেয়ে গেল, তা বলাই বাহুল্য।


ঘুমোননি কারান


নিলামের প্রাক্কালে ছিল প্রত্যাশার বহর। আর ২০২৩ আইপিএলের নিলাম-মঞ্চে তা বাস্তবায়িত হয়ে গড়েছে নতুন ইতিহাস। আইপিএলের নিলামের সর্বকালের সর্বোচ্চ দর পেয়েছেন স্যাম কারান (Sam Curran)। ইংল্যান্ডের অলরাউন্ডারকে চোখ-ধাঁধানো ১৮.৫ কোটি টাকায় দলে নিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। আর যা দেখে আপ্লুত, উচ্ছ্বসিত স্যাম।


নিলাম-চিন্তায় গতরাতে ঘুমে ঘটেছিল ব্যাঘাত। উত্তেজনা ও চিন্তার জের ছিল নিলাম-পর্ব কেমন যাবে তা নিয়েও, তবে নিলামমঞ্চে ইতিহাসের পর কৃতজ্ঞ স্যাম কারান। আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে স্যাম কারান নিজেই জানিয়েছেন, 'উত্তেজনা ও চিন্তা ছিলই, তার জেরে গত রাতে ভাল করে ঘুম হয়নি। তবে নিলামে যে দর পেয়েছি, তা দেখে কৃতজ্ঞ, আপ্লুত। কখনও ভাবিনি এতটা দর পাব। চার বছর আগে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতেই আইপিএল কেরিয়ার শুরু করেছিলাম, সেখানেই ফের ফিরছি ভেবে ভাল লাগছে। বেশ কিছু ইংল্যান্ড জাতীয় দলের সতীর্থের সঙ্গে নিয়েই আইপিএলের মঞ্চে খেলা যাবে।'


আরও পড়ুন: সারাদিন ধোনির সঙ্গে ফোনে কথা বলেই নতুন দল সাজাল সিএসকে ম্যানেজমেন্ট