দুবাই: এ বারের আইপিএল নিলামে (IPL Auction 2024) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁকে দলে নিয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় জন্মগ্রহণ করা শারফেন রাদারফোর্ড (Sherfane Rutherford) কিন্তু এর আগেও আইপিএলে খেলেছেন। শুধু তিনি খেলনইনি, খেতাব জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর।


২০১৯ সালে প্রথমবার আইপিএলে সুযোগ পান রাদারফোর্ড। ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড পঞ্চম খেতাবজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও আইপিএলে খেলেছেন তিনি। তবে টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলার সুযোগই পাননি তিনি। এখনও অবধি মাত্র ১০ আইপিএল ম্যাচে মাঠে নেমেছন ক্যারিবিয়ান তারকা। নয়টি আইপিএল ইনিংস খেলে ১৫.১৪ গড়ে মোট ১০৬ রান করেন তিনি। তাঁর সর্বোচ্চ রান মাত্র ২৮।


 






তবে রাদারফোর্ড গোটা বিশ্ব জুড়েই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করেন। লম্বা শট হাঁকাতে সিদ্ধহস্ত বাঁ-হাতি ব্যাটার। এবারের কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই টুর্নামেন্টে সিরিজ় সেরা হয়ে পুরস্কার স্বরূপ এক অদ্ভুত পুরস্কার পান তিনি। গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য পারফর্ম করায় যুক্তরাষ্ট্রে তাঁকে আধা একর জমি দেওয়া হয়। এবার তাঁকে কেকেআরের জার্সিতে আইপিএল মাতাতে দেখা যাবে।


কেকেআর কিন্তু এই নিলামে তাঁদের সিংহভাগ টাকা এক ক্রিকেটারের উপরই খরচ করেছে। তিনি মিচেল স্টার্ক। নিলামে যে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।


কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিয়েছে কেকেআর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: বড় চমক, বেস প্রাইসের বিশ গুণ দামে অজ়ি ফাস্ট বোলার স্পেনসার জনসনকে কিনল গুজরাত