দুবাই: প্রথমে রোভম্যান পাওয়েল, পরে ক্রিস ওকস - দুই ক্রিকেটারের জন্য মঙ্গলবার দর হাঁকা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোনও তারকাকেই পায়নি শাহরুখ খান-জুহি চাওলার দল। দুবাইয়ে আইপিএলের নিলাম যখন মধ্যগগনে, তখন প্রথম ক্রিকেটার হিসাবে উইকেটকিপার কে এস ভরতকে নেয় কেকেআর। তারপর মিডিয়াম পেসার চেতন সাকারিয়াকে দলে নিল নাইটরা। ন্যূনতম দাম ৫০ লক্ষ টাকায়।


রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএলে নজরকাড়া বোলিং করে তাঁর প্রচারের আলোয় আসা। ধারাবাহিকতার জন্য জাতীয় দলে সুযোগ। গত মরশুমে সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফি জয়ের অন্যতম নায়ক। ইডেন গার্ডেন্সে ফাইনালে বাংলার বিরুদ্ধেও তাঁর বোলিং প্রশংসিত হয়েছিল। মঙ্গলবার আইপিএলের নিলাম (IPL Auction)-এ তাঁকে দলে নেওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজিই ওৎ পেতে বসে থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু কেকেআর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাকারিয়াকে দলে নিল। অন্য কোনও দল সাকারিয়াকে নিয়ে দরই হাঁকেনি।


নিলামের আগে চেতন সাকারিয়ার (Chetan Sakariya) কেরিয়ারের ওপরই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। এবং সেটাও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভুলে! চেতনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে, আইপিএল নিলামের আগে এরকমই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামের আগে যা দেখে হতচকিত হয়ে গিয়েছিল সব ফ্র্যাঞ্চাইজি দলই। তবে পরে জানা যায়, সাকারিয়ার নাম ভুলবশত ওই তালিকায় যোগ হয়েছিল। তাঁর অ্যাকশন নিয়ে কোনও সমস্যা নেই।


নিলামে যে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।


কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর


নিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন। 


আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে