জয়পুর: প্রথম আইপিএলেই (IPL) ইতিহাস গড়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। শ্যেন ওয়ার্নের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তবে তারপর থেকে আর খেতাব আসেনি। শ্যেন ওয়ার্নের প্রয়াণের পর ট্রফি জিতে কিংবদন্তিকে শ্রদ্ধাজ্ঞাপন করতে চেয়েছিল রাজস্থান। কিন্তু ২০২২ সালের সেই ফাইনালে গুজরাত টাইটান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রাজস্থানের। তারপর থেকে আর ট্রফি আসেনি মরুশহরে।
এবার নতুন করে দল গুছিয়েছে রাজস্থান রয়্যালস। তবে দশ দলের মধ্যে দুবাইয়ের নিলাম থেকে সবচেয়ে কম ক্রিকেটার কিনেছে রাজস্থান। মাত্র পাঁচ জন। ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লক্ষ টাকায় তুলে নেয় রাজস্থান। বিদর্ভের শুভম দুবেকে ৫ কোটি ৮০ লক্ষ টাকায় ছিনিয়ে নেয় রাজস্থান। এরপর বেস প্রাইসে তিন ক্রিকেটারকে তুলে নেয় রাজস্থান। টম কোহলার ক্যাডমোর, নান্দ্রে বার্গার ও আবিদ মুস্তাক।
তবে একজন ভাল পেসার অলরাউন্ডারের অভাব ভোগাতে পারে রাজস্থানকে। গত মরশুমে জেসন হোল্ডারকে সই করিয়েছিল তারা। কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি। এবার তাঁকে আরে রিটেন করেনি রাজস্থান। সেই জায়গায় শূন্যতাও থেকে গিয়েছে।
ওপেনিংয়ে জস বাটলার ও যশস্বী জয়সওয়াল জুটি রাজস্থানকে ভরসা দিয়েছে। কিন্তু লম্বা টুর্নামেন্টে যশস্বী চোট পেলে? হাতে বিকল্প কম। ভারতীয় কোনও ওপেনারই নেই দলে।
নিলামের টেবিল থেকে মোট ৫ ক্রিকেটারকে কিনেছে দিল্লি। যার মধ্যে সবচেয়ে বেশি দামে দলে নিয়েছে রোভম্যান পাওয়েলকে। ৭ কোটি ৪০ লক্ষ টাকায়। তবে প্রশ্ন উঠছে, কেন ৫ উইকেটকিপারকে দলে রাখা হয়েছে। সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, জস বাটলার, কুণাল সিংহ রাঠৌর ও টম কোহলার ক্যাডমোর। সব মিলিয়ে কেমন দাঁড়াল রাজস্থান দল?
ব্যাটার
রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, শুভম দুবে, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), জস বাটলার (উইকেটকিপার), কুণাল সিংহ রাঠৌর (উইকেটকিপার), টম কোহলার ক্যাডমোর (উইকেটকিপার)
অলরাউন্ডার
ডোনোভান ফেরেরা, রোভম্যান পাওয়েল
বোলার
আবিদ মুস্তাক, অ্যাডাম জাম্পা, আবেশ খান, কুলদীপ সেন, নান্দ্রে বার্গার, নবদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ, আর অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল
আরও পড়ুন: আইপিএল নিলামে রেকর্ডের দিন বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য, দল পেলেন না কেউই
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে