চেন্নাই: বছরের শুরু থেকেই বাঁ হাটুতে  তার অস্ত্রপচার হয়েছিল।  কবে তিনি ফের মাঠে ফিরবেন তা নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছিল।  ৪২ পেরনো মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) আসন্ন আইপিএলের (IPL 2024) শুরু থেকেই পাওয়া যাবে কি?  এবার সিএসকে ও ধোনি সমর্থকদের  আশার বাণী শোনালেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings)  সিইও  কাশী বিশ্বনাথন।  আগামী ১০ দিনের মধ্যেই বিশ্বকাপ জয়ী ভারত অধিনাকে ফের নেটে দেখা যাবে এমনটাই বলছেন তিনি। 


জুনিয়র সুপার কিংস ইন্টার স্কুল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে  কাশী বিশ্বনাথন জানান, " ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠেছে।  রিহ্যাবও শুরু করে দিয়েছে ও।  আশা করছি আগামী ১০ দিনের মধ্যে নেটেও নেমে যাবে।" চেন্নাইয়ের সিইও আরও বলেন, ''ধোনি ইতিমধ্যেই জিমে গা ঘামানো শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ওকে ব্যাট হাতেও দেখতে পাওয়া যাবে।''


আসন্ন আইপিএলে চেন্নাইয়ের প্রস্তুতি প্রসঙ্গে দলের সিইও বলেন, ''যতটুকু মনে হচ্ছে আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে। আমরা সেই মাসের প্রথম সপ্তাহেই হয়ত দলের প্রথম ক্যাম্পের আয়োজন করব।''


নিলাম প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের কর্তা জানাচ্ছেন, ''আমরা আমাদের প্ল্যানিং মতই এগােতে পেরেছি। ড্যারিল মিচেলকে নেওয়ার জন্য আমরা মরিয়া ছিলাম। ওকে আমরা দলে পেয়েছি। একজন বিশ্বমানের মিডিয়াম পেসার প্রয়োজন ছিল আমাদের। মুস্তাফিজুরকে পেয়েছি আমরা। চিপকের উইকেটে ওর বল কার্যকরী হবে।'' এবারের নিলামে চেন্নাই ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে উত্তরপ্রদেশের সমীর রিজভিকে দলে নিয়েছে। বিশ্বনাথন বলছেন, ''সমীরকে দলে নেওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজিই মরিয়া ছিল। আমরা কিছুটা ভাগ্যবান বলব ওকে পেয়ে। আম্বাতি রায়াডুর পরিবর্ত হিসেবে ওকে আমরা চেয়েছিলাম।''


আসন্ন আইপিএলে নেই হার্দিক?


বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় তো বটেই, গোটা দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য । আশা করা হচ্ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে হয়তো তাঁকে মাঠে ফিরতে দেখা যাবে। তবে পিটিআইয়ের এক রিপোর্ট অনুযায়ী, হার্দিক শুধু আফগানিস্তান সিরিজ় নয়, আসন্ন আইপিএলের সময়ও ফিট নাও হতে পারেন। 


নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে জানান, 'হার্দিকের ফিটনেস নিয়ে এখনও কোনও আপডেট নেই। তাই আইপিএলের আগে ওর ফিট হওয়া নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে।' হার্দিক না খেলতে পারলে ভারত এবং মুম্বই ইন্ডিয়ান্স, উভয় দলের জন্যই কিন্তু উদ্বেগ বাড়ল।