দুবাই: ৭ কোটি ৪০ লক্ষ টাকায় শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। তাঁকে রিটেন না করলেও, আইপিএল নিলামে (IPL Auction 2024) তাঁর প্রাক্তন দল পাঞ্জাব কিংস (Punjab Kings) কিন্তু শাহরুখের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু দর কষাকষিতে শেষমেশ তাঁদের পেছনে ফেলে তামিলনাড়ুর তারকাকে দলে নিল গুজরাত। 


নয় কোটি টাকায় শাহরুখ এর আগে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। তিনি গত মরশুমে ১৬০-এর অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও, খুব বেশি রান করতে পারেননি। তাঁর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই কারণেই পাঞ্জাব তাঁকে রিটেন না করারই সিদ্ধান্ত নিয়েছিল। উপরন্তু ঘরোয়া মরশুমেও তাঁর ব্যাট হাতে পারফরম্যান্স একেবারেই আহামরি ছিল না। কিন্তু ফাস্ট বোলারদের বিরুদ্ধে বড় শট মারতে দক্ষ শাহরুখের ফিনিশার হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে। ইনিংসের শেষের দিকে এক-দুইটো ছয়ও ম্যাচের রং সম্পূর্ণ বদলে দিতে পারে। সেই কারণেই ফিনিশারদের দর বিশ ওভারের ক্রিকেটে বরাবরই বেশি। শাহরুখও তাই ফের একবার নিলাম চড়া দামে বিক্রি হলেন।


 






তিনি ব্যাটিংয়ে ঘরোয়া মরশুমে তেমন পারফর্ম করতে না পারলেও, বল হাতে অবশ্য টিএনপিএলে দুরন্ত পারফর্ম করেছিলেন। নয় ম্যাচে মাত্র ৬.৬৬ ইকোনমি রেটে ১৭টি উইকেট নেন শাহরুখ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন তিনিই। আইপিএলে এখনও অবধি শাহরুখকে বল করতে দেখা যায়নি। তবে তাঁর বোলিং দক্ষতাটা কিন্তু গুজরাতের জন্য বড় প্লাস পয়েন্ট হতে পারে। হার্দিক পাণ্ড্য দল ছাড়ায় গুজরাত টাইটান্সের দলে ভারতীয় ব্যাটারেরও প্রয়োজনীয়তা ছিল। সবদিক দেখেশুনেই তাই হয়তো শাহরুখের জন্য এত বড় দর হাঁকাল গুজরাত। তিনি এবার কেমন পারফর্ম করতে পারেন সেটাই দেখার বিষয়। 


রেকর্ড দরে কেকেআরে স্টার্ক


নিলামে যে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।


কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: রেকর্ড দরে দলে যোগ, 'বাদশাহি' কায়দায় স্টার্ককে স্বাগত জানাল কেকেআর