দুবাই: নিলামে যে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।


কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর


নিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন।  


জেনে অনেকে অবাক হবেন যে, মিচেল স্টার্ক গত ৮ মরশুম আইপিএলে খেলেননি। আর ফিরেই ইতিহাস তৈরি করলেন। তাঁকে নিয়ে দর কষাকষি পাল্টে দিল সব হিসেব নিকেশ। হতবাক অনিল কুম্বলের মতো কিংবদন্তিও। কুম্বলে বলেছেন, 'আট মরশুম আইপিএলে না খেলা কেউ এই দাম পাচ্ছে, অভাবনীয়।' প্যাট কামিন্সের ২০ কোটি ৫০ লক্ষ টাকা দাম পাওয়া নিয়েও অবাক কুম্বলে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা এক সময় বিরাট কোহলিদের কোচিং করানো কুম্বলে বলেছেন, 'কামিন্সের টি-টোয়েন্টি রেকর্ড দারুণ কিছু নয়। কীভাবে এই দাম পেল, সত্যিই কোনও ব্যাখ্যা নেই।'


 






কুম্বলে আরও বলেছেন, 'কেকেআরের বিদেশি ও অভিজ্ঞ পেসার দরকার ছিল। চেতন সাকারিয়াকে কিনে দারুণ করেছে। কিন্তু সাকারিয়ার অভিজ্ঞতা কম। হর্ষিত রানা, বৈভব অরোরারা থাকলেও ওদেরও অভিজ্ঞতার অভাব রয়েছে। স্টার্ক আসায় সেই সমস্যাটা মিটবে। তবে অনেক বেশি খরচ হয়েছে। চেন্নাই সুপার কিংসকে দেখুন, শার্দুল ঠাকুর ও রাচিন রবীন্দ্রকে অনেক হিসেব কষে তুলে নিয়েছে। ডারিল মিচেলকে কিনেও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সিএসকে।'


২০১৪ সালে প্রথমবার আইপিএল খেলেন স্টার্ক। সেবার তিনি ১৪ ম্যাচে নেন ১৪ উইকেট। ২০১৫ সালের আইপিএলে ১৩ ম্যাচে নেন ২০ উইকেট। তারপর থেকে আর আইপিএলে দেখা যায়নি স্টার্ককে। এবার কি প্রত্যাবর্তনে বল হাতেও বিধ্বংসী হয়ে উঠবেন?


আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে