জেড্ডা: আইপিএল নিলামের (IPL Auction 2025) দ্বিতীয় দিনে বাংলার ফাস্ট বোলারদের জয়জয়কার। মাত্র কয়েক মিনিট আগেই মুকেশ কুমারকে আট কোটি টাকার বিরাট দামে রাইট টু ম্যাচ কার্ডের মাধ্য়মে দলে ধরে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ঠিক তার পর পরই জাতীয় দলের হয়ে খেলা বাংলার আরেক ফাস্ট বোলার আকাশ দীপকে (Akash Deep) আট কোটি টাকাতেই নিজেদের দলে নিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।  


গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন আকাশ দীপ। সেখানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। তবে তারপর থেকে অনেক কিছুই বদলেছে। বর্তমানে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য আকাশ। চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফিতেও টিম ইন্ডিয়ার দলে রয়েছেন তারকা ফাস্ট বোলার। তাঁর জন্য যে বেশ কয়েকটি দল দর হাঁকাবে, সেই সম্ভাবনা ছিলই। হলও তাই। 


আকাশ দীপের হয়ে দর হাঁকানো শুরু করে সিএসকে, পাঞ্জাব কিংস এবং লখনউও তাঁকে নিতে আগ্রহী ছিল। একটা সময় পর সিএসকে দৌড় থেকে সরে দাঁড়ালে লখনউ এবং পাঞ্জাবের মধ্যে দর কষাকষি চলতে থাকে। শেষমেশ সেই দর হাঁকানোয় জেতে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। বাংলার ক্রিকেটারদের মধ্য সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার মহম্মদ শামি। এবারের নিলামেই তিনি ১০ কোটিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন। তারপরেই মুকেশ কুমারের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সবথেকে দামি ক্রিকেটার হয়ে গেলেন আকাশ দীপ।


 






 


অপরদিকে, মুকেশ কুমারকে নিয়েও দীর্ঘ দর হাঁকাহাঁকি হয়। গত মরশুমে আইপিএল দামের নিরিখে তিনি কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছিলেন। দিল্লি ক্যাপিটালস তাঁকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছিল। মুকেশ কুমারই ছিলেন আইপিএলে সর্বোচ্চ দর পাওয়া বাংলার ক্রিকেটার। টাকার অঙ্কে সেই নজির ছাপিয়ে গেলেন মুকেশ কুমার। সোমবার, নিলামের দ্বিতীয় দিন তাঁকে নিয়ে দর কষাকষি তুঙ্গে উঠল। শেষ পর্যন্ত ৮ কোটি টাকায় তাঁকে কিনল দিল্লি ক্যাপিটালস। যে দলের হয়ে আগের আইপিএলেও খেলেছেন ডানহাতি পেসার। আরটিএম ব্যবহার করে তাঁকে ধরে রাখল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।  


আইপিএল নিলামের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে... 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দ্বিতীয় দিনের শুরুতেই দর হাঁকাল কেকেআর, ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক যোগ দিলেন দলে