নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। পরের মঙ্গলবার, ১৬ ডিসেম্বরই আবু ধাবিতে আইপিএলের নিলামের (IPL Auction) আসর বসতে চলেছে। এবারের নিলামের জন্য ১৩৯০ জন ক্রিকেটার নাম নথিভু্ক্ত করেছিলেন। সেই তালিকা থেকে নিলামে উঠতে চলা খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে।
প্রায় ১৪০০ জনের মধ্যে থেকে ৩৫০ জনকে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ২৪০ জন ভারতীয়র মধ্যে ২২৪ জনই আনপক্যাপড। তবে ১১০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র ১৪ জন আনপক্যাপড ক্রিকেটার আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন।
তবে ৩৫০ জন ক্রিকেটারের নাম নিলামে উঠলেও, তাঁর এক পঞ্চমাংশ ক্রিকেটারকে নেওয়ারই জায়গা রয়েছে। আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক ৭৭টি খেলোয়াড়কে নেওয়ার জায়গা রয়েছে। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটার দলে যুক্ত হতে পারেন। নিলামে সর্বাধিক দুই কোটির বেসপ্রাইসে মোট ৪০ জন ক্রিকেটার রয়েছেন।
বাংলা থেকে এবারের নিলামে আটজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এর মধ্যে জাতীয় দলের আকাশ দীপ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অতীতে আইপিএল খেলা ঈশান পোড়েলও। বাংলা দল এবারের সৈয়দ মুস্তাক আলিতে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে। তবে বাংলার ব্যাটারদের মধ্যে কিন্তু ওপেনার করন লাল বেশ নজর কেড়েছেন। শতরান হাঁকিয়ে দলকে ম্য়াচও জিতিয়েছেন তিনি। তাঁকে নিলামের জন্য বাছাই করা ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে।
এছাড়াও বাংলা থেকে অভিজ্ঞ সায়ন ঘোষ, তরুণ সৈয়দ ইরফান আফতাব, রবি কুমার, শ্রেয়াণ চক্রবর্তী, ব্রিজেশ শর্মাদের নামও আইপিএলের নিলামের টেবিলে ডাকা হবে। এঁদের মধ্যে কারা নিলামে দল পান, সেই গিকে কিন্তু বাংলার ক্রিকেটপ্রেমীরা এক নজর রাখবে। তবে বাংলাকে এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেতৃত্ব দেওয়া তথা বাংলার হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত শতরানকারী অভিমন্যু ঈশ্বরণ কিন্তু এবারেও ব্রাত্যই রয়ে গেলেন। নিলামে দল পাওয়া তো দূর, তাঁর নাম নিলামের ছোট তালিকায় অবধি নেই। এই বিষয়টি নিঃসন্দেহেই বাংলার ক্রিকেটপ্রেমীদের খানিকটা হলেও হতাশ করবে।
পরের মঙ্গলবার, ভারতীয় সময় দুপুর আড়াইটে নাগাদ এই মিনি নিলাম শুরু হবে। এবার দেখার সেই নিলামে কোন ক্রিকেটাররা বড় দর পান, কোন তরুণে ভাগ্য বদল হয় আর কাদের ভাগ্যে হতাশা জোটে।