নয়াদিল্লি: প্রতি বছরই সমর্থকরা আইপিএলের পূর্বে আইপিএল নিলামের অপেক্ষায় থাকে। তাঁদের প্রিয় দল নতুন কোন ক্রিকেটারদের দলে সংযোজন করছে, কাদের ছেড়ে দেওয়া হল, সেই বিষয়ে আগ্রহ থাকে সকলেরই। খবর অনুযায়ী এবারের সেই প্রতীক্ষিত আইপিএল নিলাম বছরের শেষে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আয়োজিত হবে।

Continues below advertisement

এখনও বোর্ডের তরফে আইপিএল নিলামের দিনক্ষণের বিষয়ে কোনও পূর্বাভাস পাওয়া যায়নি। তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যেকার উইন্ডোতে এবারের নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির আধিকারিক যিনি বিসিসিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, তাঁর তরফে এমনটাই জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। 

বিগত দুই বছরেই বিদেশের মাটিতে বসেছিল আইপিএল নিলামের আসর। তবে এবারের নিলাম বিদেশের মাটিতে আয়োজিত হওয়ার বদলে ভারতেই অনুষ্ঠিত হতে পারে বলে খবর। অবশ্য এই বিষয়েও নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। ফলে নিলামের আগে রিটেনশন লিস্ট প্রকাশ করার দিনক্ষণও নিশ্চিত নয়। কিন্তু একই রিপোর্টে দাবি করা হচ্ছে ১৫ নভেম্বরের মধ্যেই সম্ভাবত ফ্র্যাঞ্চাইজিদের রিটেনশন তালিকা প্রকাশ করতে বলা হবে। 

Continues below advertisement

এ বারের আইপিএল নিলাম মেগা নিলাম না হলেও, এই নিলামের দিকে অনেকেই বিশেষ নজর রাখবেন। এই বারের নিলামে কিন্তু বেশ কয়েকজন বড় ক্রিকেটার, বিরাট দামে বিক্রি হওয়া তারকাদের দলবদলের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় আইপিএলের তৃতীয় সবথেকে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার যেমন রয়েছেন, তেমনই স্যাম কারান, সঞ্জু স্যামসনরাও রয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে গোটা বিষয়টা নিশ্চিত হতে এখনও খানিকটা সময় অপেক্ষা করতে হবে।

হেড, কামিন্সকে বিরাট প্রস্তাব!

গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাড়বাড়ন্ত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। হেনরিখ ক্লাসেন, নিকোলাস পুরানরা এই ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন বলেই একের পর এক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বলে জল্পনা। সেই তালিকায় সামিল হওয়ার জন্য দুই অজ়িকেও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর।

কারা তাঁরা? অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার প্যাট কামিন্স (Pat Cummins) ও ট্র্যাভিস হেডকে (Travis Head ) নাকি লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। বছরে ১০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ কোটি টাকা) দেওয়া হবে। তবে তার জন্য তাঁদের ছাড়তে হবে আন্তর্জাতিক ক্রিকেট। খেলতে হবে শুধু আইপিএল ও বিভিন্ন টি-২০ লিগ। একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র, সিডনি মর্নিং হেরাল্ডে ফলাও করে বেরিয়েছে এই খবর। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সেই প্রস্তাব তাঁরা নাকচ করেছেন বলেই বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে।