নয়াদিল্লি: সপ্তাহখানেক আগে যখন আইপিএলের নিলামে (IPL Auction 2026) উঠা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছিল, তখন সেই তালিকায়  তিনি ছিলেন না। তবে নিলামের ঠিক আগেই শেষবেলায় ওই বিশেষ তালিকায় ঢুকে পড়লেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। আজ আবু ধাবিতে আইপিএল নিলামে তাঁর নামও ডাকা হবে। রিপোর্ট অনুযায়ী এক ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই তাঁকে শেষবেলায় তালিকায় যুক্ত করা হয়েছে।

Continues below advertisement

ভারতীয় দলে বারংবার সুযোগ পেয়েও মূল একাদশে এখনও খেলার সুযোগ পাননি ঈশ্বরণ। তেমনই আইপিএল নিলামে এর আগেও তাঁর নাম উঠলেও তিনি কোনদিন আইপিএলে খেলার সুযোগই পাননি। তবে প্রাথমিকভাবে লাল বলের ক্রিকেটারের তকমা পাওয়া ঈশ্বরণ কিন্তু এবারের সৈয়দ মুস্তাক আলিতে বাংলার হয়ে শুধু অধিনায়কত্বই করেননি, রেকর্ড রানের ইনিংসও খেলেছেন। পাঞ্জাবের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ৬৬ বলে ১৩০ রানের ইনিংস বেরিয়ে এসেছিল। এটা বাংলার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের ইনিংস। এবার আইপিএল নিলামে তাঁকে কোনও দল কেনে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। এছাড়াও বাংলা থেকে আকাশ দীপ, অভিজ্ঞ সায়ন ঘোষ, তরুণ সৈয়দ ইরফান আফতাব, রবি কুমার, শ্রেয়াণ চক্রবর্তী, ব্রিজেশ শর্মাদের নামও আইপিএলের নিলামের টেবিলে ডাকা হবে।  

এবারের আইপিএলের মিনি নিলামে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক ৭৭টি খেলোয়াড়কে নেওয়ার জায়গা রয়েছে। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটার দলে যুক্ত হতে পারেন। নিলামে সর্বাধিক দুই কোটির বেসপ্রাইসে মোট ৪০ জন ক্রিকেটার রয়েছেন। প্রাথমিকভাবে আইপিএল নিলামে নাম দেওয়া ১৩৯০ জনের মধ্যে থেকে ৩৫০ জনকে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছিল। এঁদের মধ্যে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। ২৪০ জন ভারতীয়র মধ্যে ২২৪ জনই আনপক্যাপড। তবে ১১০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র ১৪ জন আনপক্যাপড ক্রিকেটারকে আইপিএল নিলামের জন্য বাছাই করা হয়েছিল।

Continues below advertisement

তবে শেষবেলায় একা অভিমন্যু ঈশ্বরণ নন, আরও ১৯ জন ক্রিকেটারকে আইপিএলের নিলামের তালিকায় যুক্ত করা হয়েছে। এর ফলে নিলামে উঠতে চলা ক্রিকেটারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯। এই নিলামের তালিকায় যুক্ত হওয়া ১৯ জন ক্রিকেটারের মধ্যে কেরল উইকেটরক্ষক কেএল শ্রীজিতের মতো বেশিরভাগই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার। তবে সেই তালিকায় আবার ঈশ্বরণ যেমন রয়েছেন, তেমন রয়েছেন একাধিক ক্য়াপড বিদেশি ক্রিকেটারও।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে প্রোটিয়াদের তিন ফর্ম্য়াটের দলে রয়েছেন করবিন বশ। তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। তাঁর ভাই ইথান বশ দক্ষিণ আফ্রিকার হয়ে একটি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। তাঁকে শেষবেলায় আইপিএলের নিলাম তালিকায় যুক্ত করা হয়েছে। যুক্ত হয়েছে নিউজ়িল্যান্ডের হয়ে এক টেস্ট এবং চারটি ওয়ান ডে ম্যাচ খেলা বেন সিয়ার্সের নামও। এছাড়াও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি, দক্ষিণ আফ্রিকারই কাইল ভিরেইনা, মালয়েশিয়ার বিরণদীপ সিংহের নামও তালিকায় যুক্ত হয়েছে।