নয়াদিল্লি: আর ঠিক সপ্তাহ দু'য়েক। তারপরেই ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএল নিলামের (IPL Auction 2026) আসর বসতে চলেছে। সেই নিলামের আগে খেলোয়াড়দের নাম নথিভুক্ত করার শেষ দিন ছিল রবিবার, ৩০ নভেম্বর। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অবিশ্বাস্য মনে হলেও এইবারের মিনি নিলামের জন্য ১৩৫৫জন খেলোয়াড় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
এবারের নিলামের আগে যে নামটি নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছিল, সেটা হল ক্যামেরন গ্রিন (Cameron Green)। অজ়ি অলরাউন্ডার গত মরশুমে চোটের কারণে খেলতে পারেননি। এবারের নিলামে তাঁর মতো প্রতিভাবান অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিই মুখিয়ে রয়েছে। তবে ঠাসা সূচিতে তিনি আদৌ আইপিএল খেলবেন কি না, সেই বিষয়ে একটা সংশয় ছিল। সেইসব সংশয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিলামে নাম তুললেন অজ়ি তারকা। মোট ৪৩জন বিদেশি ক্রিকেটার দুই কোটির সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে নাম নথিভুক্ত করিয়েছেন। এঁদের মধ্যে অন্যতম হলেন গ্রিন।
তবে উল্লেখযোগ্য বিষয় হল এই তালিকায় আরেক অজ়ি তারকার নাম নেই। তিনি বছরের পর বছর আইপিএল নিলামে বিরাট বিরাট মূল্যে বিক্রি হয়েছেন। তবে পারফরম্যান্স সবসময় সমপরিমাণে করতে পারেননি। সেই গ্লেন ম্যাক্সওয়েল এই বারের নিলামে যে নাও থাকতে পারেন, সেই নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিলই। শেষেমেশ তাই হল। নিলামে ফাফ ডু প্লেসির মতো গ্লেন ম্যাক্সওয়েলও নামই দিলেন না। কিন্তু ২০২২ সাল থেকে কোনও দল না পাওয়া অজ়ি মহাতারকা স্টিভ স্মিথ নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন।
জশ ইংলিসকে পাঞ্জাব কিংস রিটেন করেনি। কোচ রিকি পন্টিং জানিয়েছিলেন ইংলিস টুর্নামেন্টের সিংহভাগ সময়ই উপলব্ধ থাকবেন না। তিনি মাত্র টুর্নামেন্টের এক চতুর্থাংশ সময় উপলব্ধ থাকবেন বলে জানা যাচ্ছে। খবর অনুযায়ী আগামী বছরেই তিনি সেই সময় বিয়ে করতে চলেছেন। তবে সেইসব জল্পনা সত্ত্বেও নিলামে অজ়ি তারকা নাম দিয়েছেন। নাম রয়েছে জেমি স্মিথ, জেকব ডাফি, বেন ডাকেট, ম্যাট হেনরি, মাথিসা পাথিরানা, থিকসানা, হাসারাঙ্গা, মিলার, রবীন্দ্রদেরও।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মাত্র দুইজন ক্রিকেটারই সর্বোচ্চ দুই কোটির ক্যাটাগরিতে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। কারা তাঁরা? তাঁরা হলেন বেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। এছাড়া পৃথ্বী শ, সরফরাজ খানদের মতো গত বছর অবিক্রিত ক্রিকেটাররাও এই নিলামে রয়েছেন। নতুন দলের খোঁজে আকাশ দীপ, রাহুল ত্রিপাঠিরাও থাকবেন। অপেক্ষা এবার ১৬ ডিসেম্বরের। তার আগে অবশ্য এই লম্বা খেলোয়াড় তালিকা বাছাই তা ছোট করা হবে এবং সেই বাছাই করা খেলোয়াড়দের নামই নিলামে ডাকা হবে।