বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম মরশুমের জন্য গতকাল, ১৬ ডিসেম্বর আবু ধাবির এতিহাদ এরিনাতে মিনি নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) নিলামে ১৬ কোটি ৪০ লক্ষ টাকার পার্স নিয়ে নেমেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে আইপিএল (IPL 2026) নিলামে কেনার জন্য ৮টি স্থান খালি ছিল। অর্থাৎ, আরসিবি রিটেনশনের মাধ্যমে তাদের ১৭ জন খেলোয়াড়কে দলে রেখেছিল, যার মধ্যে বিরাট কোহলির মতো বড় নামও ছিল। এবারের নিলামে আরসিবির সবচেয়ে বড় প্রাপ্তি বেঙ্কটেশ আইয়ার। যাঁকে কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে রিটেন না করে ছেড়ে দিয়েছিল।

Continues below advertisement

নিলামে RCB ২ বিদেশি সহ ৮ জন খেলোয়াড়কে কিনেছে

এই মিনি নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। তিনিই এই নিলামে আরসিবির সবচেয়ে দামি খেলোয়াড়। এছাড়াও, সাত্ত্বিক দেসওয়াল, জ্যাকব ডাফি এবং মঙ্গেশ যাদবকে তাদের দলে নেওয়া হয়েছে। নিলামে আরসিবি ২ বিদেশি সহ মোট ৮ জন খেলোয়াড়কে কিনেছিল। নিলামের পরে আরসিবির দলে ৮ বিদেশি সহ মোট ২৫ জন খেলোয়াড় হয়েছে। এছাড়াও, আরসিবির পার্স-এ এখনও ২.৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।

Continues below advertisement

IPL ২০২৬-এর জন্য RCB-এর সম্পূর্ণ দল

রজত পাটিদার (অধিনায়ক), বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পাণ্ড্য, স্বপ্নিল সিংহ, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, জস হ্যাজেলউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুসারা, রাসিখ সালাম, অভিনন্দন সিংহ, সুয়শ শর্মা, বেঙ্কটেশ আইয়ার (৭ কোটি টাকা), মঙ্গেশ যাদব (৫.২০ কোটি টাকা), জ্যাকব ডাফি (২ কোটি টাকা), জর্ডন কক্স (৭৫ লক্ষ টাকা), সাত্ত্বিক দেসওয়াল (৩০ লক্ষ টাকা), ভিকি ওসওয়াল (৩০ লক্ষ টাকা), কনিষ্ক চৌহান (৩০ লক্ষ টাকা) এবং বিহান মলহোত্র (৩০ লক্ষ টাকা)।

RCB-এর দলে ট্রেডের মাধ্যমে অন্তর্ভুক্ত খেলোয়াড় কারা?

আইপিএলের ১৯তম মরশুমের জন্য এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোনও খেলোয়াড়কে ট্রেডিংয়ের মাধ্যমে তাদের দলে অন্তর্ভুক্ত করেনি। আরসিবি তাদের ২০২৫ সালের মূল দলকে ধরে রেখেছে। এবার বিরাট কোহলিদের সামনে খেতাব ধরে রাখার লড়াই।