কলকাতা: আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন। তার ওপর টিম মালিকের নাম শাহরুখ খান। সঙ্গী জুহি চাওলা। আইপিএলের প্রথম মরসুম থেকেই আগ্রহের কেন্দ্রে থেকেছে কলকাতা নাইট রাইডার্স। চতুর্দশ আইপিএলে কেমন হল নাইটদের দল? কারা এলেন দলে? কোন ক্রিকেটারকে কিনতে কত টাকা খরচ হল নাইটদের?
নিলামের টেবিলে ক্রিকেটারদের জন্য দর কষাকষির আগে কেকেআরের হাতে ছিল ১০.৭৫ কোটি টাকা। তারা দলে নিতে পারত ৮ জন ক্রিকেটারকে। ২ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে কিনতে পারত না কেকেআর। শেষমেশ তারা নিলাম থেকে ৮ জন ক্রিকেটারকেই দলে নিয়েছে। দুই বিদেশি ক্রিকেটার হিসেবে নাইট স্কোয়াডে যোগ দিয়েছেন শাকিব আল হাসান ও বেন কাটিং।
২০১২ ও ২০১৪, দু’বারই কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন শাকিব। বৃহস্পতিবার চেন্নাইয়ের নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর। তিনিই এবারের নিলাম থেকে কেনা নাইটদের সবচেয়ে দামি ক্রিকেটার। পাশাপাশি স্পিন বিভাগকে আরও মজবুত করতে অভিজ্ঞ হরভজন সিংহের দিকে ঝাঁপিয়েছিল কেকেআর। টার্বুনেটরকে ২ কোটি টাকায় ঘরে তুলেছে শাহরুখ খানের দল। ফের ইডেনে বল হাতে দেখা যাবে তারকা অফস্পিনারকে। এছাড়া বেন কাটিংকে ৭৫ লক্ষ টাকায়, করুণ নায়ারকে ৫০ লক্ষ টাকায়, পবন নেগিকে ৫০ লক্ষ টাকায় এবং শেলডন জ্যাকসন, বেঙ্কটেশ আইয়ার ও বৈভব অরোরাকে ২০ লক্ষ টাকা করে খরচ করে কিনেছে কেকেআর।
নিলাম থেকে কাদের দলে নিল কলকাতা: শাকিব আল হাসান (৩ কোটি ২০ লক্ষ টাকা), শেলডন জ্যাকসন (২০ লক্ষ টাকা), হরভজন সিংহ (২ কোটি টাকা), বেন কাটিং (৭৫ লক্ষ টাকা), করুণ নায়ার (৫০ লক্ষ টাকা), পবন নেগি (৫০ লক্ষ টাকা), বেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ টাকা) ও বৈভব আরোরা (২০ লক্ষ টাকা)।
কেকেআর ধরে রেখেছে: অইন মর্গ্যান, দীনেশ কার্তিক, নীতিশ রানা, শুভমন গিল, রিঙ্কু সিংহ, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং টিম সেফার্ত।