কলকাতা: আইপিএল (IPL 2025) চলছে রমরমিয়ে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএলের উদ্বোধন হয়েছিল। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষালরা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইডেনে এখনও দু'টি ম্যাচ বাকি নাইটদের। যার মধ্যে রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচও। ৭ মে-র যে দ্বৈরথকে ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ। ধোনি-দর্শনের সুযোগ হাতছাড়া করতে নারাজ বাংলার ক্রিকেটপ্রেমীরা। টিকিটের জন্য হাহাকার শুরু হল বলে।
আর সেই আবহেই জেলায় জেলায় আইপিএল উন্মাদনাকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইডেনের চৌহদ্দি ছাড়িয়েও হাজির আইপিএল! খেলা দেখার সুযোগ তো থাকছেই, সঙ্গে থাকছে উপহার, দেদার খাওয়াদাওয়া।
আইপিএল ফ্যান পার্ক তৈরির উদ্যোগ আগেও নেওয়া হয়েছে। এবারও সেই ছবি বদলায়নি। যাঁরা মাঠে গিয়ে খেলা দেখতে পারছেন না, তাঁদের জন্য থাকছে ফ্যান পার্কে গিয়ে আইপিএল উন্মাদনায় মেতে ওঠার সুযোগ। কলকাতার বাইরে, জেলায় জেলায় আইপিএলকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও দুর্গাপুর, শিলিগুড়ির মতো শহরে আইপিএল ফ্যান পার্ক তৈরি করা হয়েছে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আইপিএল ফ্যান পার্ক তৈরি হয়েছে। আইপিএল ঘিরে সেখানে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
কী রয়েছে আইপিএল ফ্যান পার্কে? যে মাঠে ফ্যান পার্ক গড়া হয়েছে, সেখানে থাকছে জায়ান্ট স্ক্রিন। বড় পর্দায় ম্যাচ দেখানো চলছে। রবিবার আইপিএলে ডাবল হেডার ছিল। অর্থাৎ, একই দিনে দুই ম্যাচ। প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে ঋষভ পন্থের লখনউকে ৫৪ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দেয় হার্দিক পাণ্ড্যর মুম্বই। দ্বিতীয় ম্যাচে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন বিরাট কোহলিরা।
এই দুই ম্যাচই জায়ান্ট স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত ছিল রায়গঞ্জে আইপিএলের ফ্যান পার্কে। সেই সঙ্গে দর্শকদের জন্য ছিল বিভিন্ন ক্যুইজ শো, উপহার জেতার সুযোগ। খাওয়াদাওয়া। পুরোটাই উৎসবের আবহ। যাঁরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারছেন না, তাঁদের জন্য মাঠের আমেজ।
রায়গঞ্জের ফ্যান পার্কে রবিবার হাজির ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ও তাঁর স্ত্রী তথা সিএবি সদস্য শালিনী ডালমিয়া।