পাশাপাশি রবিবারের ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়েছে, চিনা মোবাইল সংস্থা ভিভো-কেই টাইটেল স্পনসর হিসাবে রেখে দেওয়া হবে। লাদাখে ভারত-চিন সংঘর্ষ পরবর্তী অধ্যায়ে জল্পনা শুরু হয়েছিল চিনা সংস্থাকে টাইটেল স্পনসর রাখা নিয়ে। যদিও এখনই স্পনসর বাতিল করার রাস্তায় হাঁটতে চাইছে না বোর্ড।
মহিলাদের আইপিএলেও সিলমোহর দিয়েছে গভর্নিং কাউন্সিল। বৈঠকে হাজির এক কর্তা জানিয়েছেন, দীপাবলির সময় ফাইনাল করতে চায় সম্প্রচারকারী সংস্থা। তাই সপ্তাহের মাঝে ফাইনাল করা হচ্ছে। প্রত্যেক দলকে ২৪ জন করে ক্রিকেটার নিয়ে যেতে বলা হবে। করোনার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরির ব্যাপারে দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে বোর্ডের। মোট ১০দিন দুটি করে ম্যাচ থাকবে। পাশাপাশি সন্ধ্যার ম্যাচগুলি ৮টার পরিবর্তে আধ ঘণ্টা আগে, অর্থাৎ সাড়ে সাতটায় শুরু হবে। টুর্নামেন্টের শুরুর দিকে অন্তত দর্শকশূন্য মাঠেই খেলা হবে। প্রত্যেক দলকেই চার্টার্ড ফ্লাইটে করে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের নিয়ে যেতে হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। রওনা হওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারের দুটি করে করোনা টেস্ট হবে। ইউএই-তে পৌঁছে আর একবার করোনা পরীক্ষা করা হবে সকলের।