বেঙ্গালুরু: তাঁকে নিয়ে শুরু হয়েছিল প্রবল দর কষাকষি। দীপক চাহার (Deepak Chahar) অবশ্য বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। বিশেষ করে তাঁর দাম ১৩ কোটি ছাড়াতেই ঘাবড়ে যান জাতীয় দলের তারকা।


কিন্তু কেন?


রবিবার, নিলামের দ্বিতীয় দিন চাহার নিজেই শুনিয়েছেন সেই অভিজ্ঞতার কথা। বলেছেন, 'জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে আছি। হোটেলে নিজের ঘরে বসে নিলাম দেখছিলাম। যখন আমার দাম ১৪ কোটিতে উঠে যায়, ভাবছিলাম এর চেয়ে বেশি পাওয়া উচিত নয়। চেন্নাই সুপার কিংস যদি দর কষাকষি থেকে সরে দাঁড়াত আমার খুব কারাপ লাগত। আমি সিএসকে-র হয়েই খেলতে চেয়েছিলাম কারণ হলুদ জার্সি ছাড়া নিজেকে ভাবতে পারি না। একবার মনে হয়েছিল অনেক বেশি দাম উঠে গিয়েছে। মনে হচ্ছিল, সিএসকে-র দলটাও ভাল হওয়া উচিত। ১৩ কোটি দাম উঠে যাওয়ার পরেই মনে হচ্ছিল এবার থামুক। তাহলে সিএসকে আরও কিছু ক্রিকেটার কিনতে পারবে।'


এদিকে, গতবার তাঁর নেতৃত্বে কেকেআর (KKR) আইপিএলে রানার্স হয়েছিল। তবে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স বলার মতো ছিল না। তবুও কেকেআর ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল অইন মর্গ্যানের ওপর। যদিও তাঁকে রিটেন করা হয়নি।


এবার আইপিএল নিলামে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানের (Eoin Morgan) বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।


পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহ দেখিয়েছিল কেকেআর। রিঙ্কু সিংহ, প্যাট কামিন্সদের ফিরিয়েছে কেকেআর। তবে দীনেশ কার্তিক ও অইন মর্গ্যানের প্রতি তাঁদের আগ্রহ ছিল না। বিশ্বকাপজয়ী অধিনায়ক অবিক্রিত থাকায় প্রশ্ন উঠছে, তাঁর আইপিএল কেরিয়ার কি তবে শেষ!


নিলামে মর্গ্যানের মতো অজি অধিনায়কও অবিক্রিত থাকলেন। অ্যারন ফিঞ্চ। দেড় কোটি টাকা বেস প্রাইজ ছিল তাঁর। তবে তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখায়নি। গতবারও আনসোল্ড ছিলেন তিনি।


চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) আইপিএলে (IPL) দল পেলেন না। নিলামে প্রথম দফায় অবিক্রিত থাকলেন সৌরাষ্ট্রের ব্যাটার। 


মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছিলেন পূজারা। গত আইপিএলে তাঁকে বেস প্রাইস দিয়েই কিনেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু এবার পূজারাকে নিয়ে আগ্রহ দেখাল না মহেন্দ্র সিংহ ধোনির দলও। গত মরসুমে তাঁকে কোনও ম্যাচ খেলায়নি সিএসকে।