ব্যাঙ্গালুরু : শানদার শুভমন গিলে (Subhman Gill) আইপিএলের পয়েন্ট তালিকায় (IPL Points Table) বাকিদের ধরাছোঁয়ার বাইরে থেকে গ্রুপপর্বের অভিযান শেষ করল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গতবারের চ্যাম্পিয়নরা শুধু পয়লা নম্বরে থেকে লিগ শেষ করাই নয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royals Challengers) হারিয়ে হাসি ফোটাল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখে। চতুর্থ দল হিসেবে প্লে-অফে স্থান করে নিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই শিবির। 


আগামী বুধবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে এবারের আইপিএল প্লে-অফের এলিমিনেটর (IPL Eliminator) ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লিগ শেষ করেছে লখনউ শিবির। অপরদিকে, রবিবার গ্রুপপর্বের ম্যাচের লড়াইয়ের শেষ দিনে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hydrabad) হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে থেকে প্লে-অফে উঠেছে মুম্বই। 


মুম্বই-লখনউ মধ্যে এবারের আইপিএলের এলিমিনটেরের বিজয়ীরা আগামী শুক্রবার খেলতে নামবে প্লে-অফের কোয়ালিফায়ার দুইয়ে। যে ম্যাচে এলিমিনেটরের জয়ী দলকে খেলতে হবে কোয়ালিফায়ার একে হেরে যাওয়া দলের বিরুদ্ধে। যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের গ্রুপপর্বের শেষে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে অভিযান শেষ করেছে যারা। গুজরাত-চেন্নাই ম্যাচ আগামীকাল।


আরসিবিকে হারিয়ে ১৪ ম্যাচের মধ্যে ১০ টিতেই জিতে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে গুজরাত টাইটান্স। প্রথম দল হিসেবে প্লে-অফের স্থান পাকা করার পর হার্দিক পাণ্ড্য-মহম্মদ শামিরা শীর্ষে থেকে শেষ করেছে অভিযান। লিগ টেবিলে দুই নম্বরে শেষ করা চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে তারা। ১৪ ম্যাচের শেষে সিএসকে শিবিরেরও পয়েন্ট ১৭। তবে রান রেটের বিচারে লখনউ শিবিরের থেকে এগিয়ে থাকায় ফাইনালে ওঠার ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ পাবে মহেন্দ্র সিংহ ধোনি ব্রিগেড।


আরও পড়ুন- শামি-ই শীর্ষে, রশিদ দিচ্ছেন সেয়ানে-সেয়ানে টক্কর, ঝলকে পার্পল ক্যাপের দৌড়


প্রসঙ্গত, আইপিএলের পয়েন্ট তালিকার প্রথম চার দল প্লে-অফে স্থান পাকা করে নেয়। প্রথম দুটি স্থানের মধ্যে থেকে শেষ করতে পারলে মেলে বাড়তি সুবিধা। কারণ, সেই দুই দল খেলে কোয়ালিফায়ার ওয়ানে। যে ম্যাচে জিতলেই সরাসরি ফাইনালের টিকিট মেলে। তবে হেরে গেলেও বিদায় নয়, মেলে আরও একটি সুযোগ। যদিও লিগের তিন ও চার নম্বরে থেকে প্লে-অফে গেলে কোনও দ্বিতীয় সুযোগ নেই। এলিমিনেটরে হারলেই প্রতিযোগিতা থেকে বিদায়। আর জিতলে ফাইনালে স্থান পেতে কোয়ালিফায়ার একে হেরে যাওয়ার দলের বিরুদ্ধে ফের লড়াই । এবারের আইপিএল ফাইনাল ২৮ মে।


আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে