চেন্নাই: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে আর অশ্বিনের (R Ashwin) দীর্ঘ সম্পর্কের ইতি পড়তে চলেছে?
লাল বলের ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার মনে করা হয় অশ্বিনকে । শোনা যাচ্ছে, তিনিই চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন । কী কারণে সিএসকে ছাড়তে চাইছেন অশ্বিন, সেটা জানা না গেলেও তামিলনাড়ুর অফস্পিনার যে মনস্থির করে ফেলেছেন, সে ব্যাপারটি নিশ্চিত ।
অশ্বিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও সূত্রের খবর, গত কয়েকদিন ধরে চেন্নাই সুপার কিংসের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও রুতুরাজ গায়কোয়াড়ের । রুতুরাজই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক । তবে গত আইপিএলে তিনি চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনি বাকি টুর্নামেন্টে সিএসকে-কে নেতৃত্ব দেন । শোনা যাচ্ছে, সেই বৈঠকে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় ।
শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশনস পদও ছাড়তে চলেছেন অশ্বিন । যে পদে তিনি গত এক বছর ধরে ছিলেন । তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলে এমনিতেও সিএসকে অ্যাকাডেমির সঙ্গে যুক্ত থাকলে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে । অশ্বিন যে বিতর্কে জড়াতে চান না বলেই খবর ।
আইপিএলে ২২১ ম্যাচে ১৮৭ উইকেট রয়েছে অশ্বিনের । ওভার প্রতি মাত্র ৭.২৯ রান খরচ করে । সেই সঙ্গে ১১৮ স্ট্রাইক রেটে ৮৩৩ রান রয়েছে তাঁর । আইপিএলে তিনি অন্য দল পাবেন সহজেই, এ ব্যাপারে সকলেই নিশ্চিত । তবে আলোচনা অন্য জায়গায় । সেটা হল, অশ্বিনকে কি অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ট্রেডিং করা হবে, নাকি তিনি নিলামে উঠবেন । গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে খেলেছিলেন অশ্বিন । ৯ বছর অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে ফিরিয়েছিল চেন্নাই সুপার কিংস । ২০১৬ থেকে ২০২৪ সালের মাঝে তিনি দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন । তবে ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সিএসকে-র জার্সিতেই ছিলেন । ২০০৯ সালে ধোনির নেতৃত্বে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল ।