চেন্নাই: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে আর অশ্বিনের (R Ashwin) দীর্ঘ সম্পর্কের ইতি পড়তে চলেছে?

Continues below advertisement

লাল বলের ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার মনে করা হয় অশ্বিনকে । শোনা যাচ্ছে, তিনিই চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন । কী কারণে সিএসকে ছাড়তে চাইছেন অশ্বিন, সেটা জানা না গেলেও তামিলনাড়ুর অফস্পিনার যে মনস্থির করে ফেলেছেন, সে ব্যাপারটি নিশ্চিত ।

অশ্বিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও সূত্রের খবর, গত কয়েকদিন ধরে চেন্নাই সুপার কিংসের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও রুতুরাজ গায়কোয়াড়ের । রুতুরাজই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক । তবে গত আইপিএলে তিনি চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনি বাকি টুর্নামেন্টে সিএসকে-কে নেতৃত্ব দেন । শোনা যাচ্ছে, সেই বৈঠকে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় । 

Continues below advertisement

শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশনস পদও ছাড়তে চলেছেন অশ্বিন । যে পদে তিনি গত এক বছর ধরে ছিলেন । তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলে এমনিতেও সিএসকে অ্যাকাডেমির সঙ্গে যুক্ত থাকলে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে । অশ্বিন যে বিতর্কে জড়াতে চান না বলেই খবর ।

 

আইপিএলে ২২১ ম্যাচে ১৮৭ উইকেট রয়েছে অশ্বিনের । ওভার প্রতি মাত্র ৭.২৯ রান খরচ করে । সেই সঙ্গে ১১৮ স্ট্রাইক রেটে ৮৩৩ রান রয়েছে তাঁর । আইপিএলে তিনি অন্য দল পাবেন সহজেই, এ ব্যাপারে সকলেই নিশ্চিত । তবে আলোচনা অন্য জায়গায় । সেটা হল, অশ্বিনকে কি অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ট্রেডিং করা হবে, নাকি তিনি নিলামে উঠবেন । গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে খেলেছিলেন অশ্বিন । ৯ বছর অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে ফিরিয়েছিল চেন্নাই সুপার কিংস । ২০১৬ থেকে ২০২৪ সালের মাঝে তিনি দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন । তবে ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সিএসকে-র জার্সিতেই ছিলেন ।  ২০০৯ সালে ধোনির নেতৃত্বে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল ।