নয়াদিল্লি: ২০০৮ সালে এক তরুণ বিরাট কোহলির (Virat Kohli) ওপর ভরসা দেখিয়ে তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তারপর কেটে গিয়েছে ১৭টা বছর। এ মরশুমের মেগা নিলামের আগেও বিরাট কোহলিকে ফের একবার রিটেন করেছে আরসিবি। আরসিবির রিটেনশন তালিকায় (IPL Retention 2025) সবার আগে নাম রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের। ফের একবার তাঁকে রিটেন করার পর, নিজের এই দীর্ঘ সফর ফিরে দেখে বেশ আবেগঘন কোহলি।
১৭ মরশুম পার করে ফেলেছেন। এই রিটেনশন তিন বছর সম্পূর্ণ হতে হতে তিনি একই ফ্র্যাঞ্চাইজিতে ২০ মরশুম কাটিয়ে ফেলবেন। মূলত সেই কথা মনে করেই আবেগঘন কোহলি। মহাতারকা ক্রিকেটারের এক ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি। সেখানে কোহলিকে বলতে শোনা যায়, 'আরসিবি আমার কাছে কী, সেটা সকলেই জানেন। এটা বিশেষ এক সম্পর্ক যেটা দিন দিন আরও মজবুত হচ্ছে। আরসিবির জার্সিতে মাঠে নামার অনুভূতিটা বাকি সবকিছুর থেকে আলাদা। আশা করছি সমর্থকরাই আমার বিষয়ে এমনটাই ভাবেন। এই সাইকেল শেষে আরসিবির জার্সিতে আমার ২০ বছর সম্পূর্ণ হবে, সেটা নিঃসন্দেহে বিশেষ আবেগের। এক দলের হয়ে এতদিন খেলব, এটা আমি কখনও ভাবিওনি। তবে আমি আর অন্য কোথা যেতে চাই না।'
আরও পড়ুন: এক বছরেই বেতন বাড়ল ২২৬৩ শতাংশ, কেকেআরের প্রথম রিটেনশন রিঙ্কু সিংহের স্বপ্নের সফর অব্যাহত