মুম্বই: অধিনায়ক হার্দিক পাণ্ড্য বা দলকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করা রোহিত শর্মা নয়, তাঁকেই সবচেয়ে বেশি দাম দিয়ে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তিনি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে রিটেন করেছে মুকেশ ও নীতা অম্বানির দল। যে দলে খেলে বুমরার উত্থান। বল হাতে বিশ্বের তাবড় ব্যাটারদের ত্রাস। গোটা বিশ্ব যাঁকে কুর্নিশ করে বুম বুম বুমরা বলে।


মুম্বই দলে থেকে গিয়ে উচ্ছ্বসিত বুমরা। ডানহাতি পেসার বলছেন, 'দারুণ লাগছে। মাত্র   ১৯ বছর বয়সে এই দলে এসেছিলাম। এখন আমার ৩১ বছর বয়স হতে চলল। আমার এক পুত্র রয়েছে। সফর সম্পূর্ণ হল। আমি খুশি যে, সেই সফর এখনও চলছে। এর চেয়ে ভাল অনুভূতি হয় না।' যোগ করেছেন, 'আমি যখন এসেছিলাম, খেলাটার কিংবদন্তি অনেকে দলে ছিল। আমি তাঁদের প্রচুর প্রশ্ন করতাম। এখন সেই ভূমিকাটা ক্রমশ বদলাচ্ছে। আমাদের দলে অনেক তরুণ আসছে। তারা আমার চেয়ে ৮-৯ বছরের ছোট। আমি খুব আনন্দের সঙ্গে ওদের সাহায্য করি। কারণ আমি যখন শুরু করেছিলাম তখন প্রচুর সাহায্য পেয়েছি। আমি সব সময় সাহায্য করতে চাই। সব সময় নিজের সেরাটা দিই। যেভাবে পারি, যখন পারি অবদান রাখতে চাই।'


তিনি যে গড়পড়তা ক্রিকেটার হয়ে থাকতে চাননি, জানিয়েছেন বুমরা। বলেছেন, 'আমরা খেলি জেতার জন্যই। সেই মানসিকতা সব সময়ই থাকে। যদি শুধু খেলার জন্য খেলতে হয় তাহলে দারুণ কিছু হয় না। আমি অন্তত তাই মনে করি। আমার নিজের দক্ষতায় আস্থা রয়েছে। ছোট থেকেই আমি এরকম। আমি শুধু সাধারণ ক্রিকেটার হয়ে থাকতে চাইনি। আরও অবদান রাখতে চেয়েছিলাম। বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমি নিজের ওভারগুলোকে সোনা হিসাবে দেখি না। আমি সেগুলিকে আমার দায়িত্ব হিসাবে দেখি।'


ব্যাটারদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন বুমরা। তাঁর কথায়, 'ব্যাটে ভাল কিছু করতে হবে। প্রত্যেকবার জেতার পর ফলাফল মেনে নিয়ে ফের শূন্য থেকে শুরু করতে হয়। হেরে গেলেও শূন্য থেকে শুরু করতে হয়। সেটাই খেলাটার সৌন্দর্য। আমরা অতীতে সফল হয়েছি। জানি কীভাবে চ্যাম্পিয়ন হতে হয়। চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। নিজের পারফরম্যান্স দেখছি। ভুল থেকে শিক্ষা নিচ্ছি। ইতিবাচক দিকগুলি রাখার চেষ্টা করছি। সেটাই অতীতে আমাদের সাফল্যের মন্ত্র ছিল। সেটাই আয়ত্ত করার চেষ্টা করছি। আশা করছি ইতিবাচকই হবে সব কিছু। আমাদের ভাল ফলই হবে।' আরও বলেছেন, 'দর্শক সমর্থন পেলে দারুণ অনুভূতি হয়। ওয়াংখেড়েতে খেলা সব সময়ই দুর্দান্ত অভিজ্ঞতা। প্রাণবন্ত গ্যালারি দেখার মতো।'


আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।