মুম্বই: আইপিএলের (IPL) দামামা বেজে গিয়েছে। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের অঙ্ক সাজাতে শুরু করে দিয়েছে দশ দলই। তার আগে ক্রিকেটপ্রেমীরা তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কোন দল কাদের রিটেন করে সেটা দেখার জন্য। বাংলার ক্রিকেটপ্রেমীরা বিশেষভাবে উৎসুক কলকাতা নাইট রাইডার্স (KKR) কাদের রিটেন করে সেটা জানার জন্য।


কোন প্লেয়ারদের রিটেন করা হবে, কাদের আরটিআর বা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কেনা হবে, কাদেরই বা ছেড়ে দেওয়া হবে, দশ দলকে তা চূড়ান্ত জানাতে হবে কবে?


৩১ অক্টোবর, বৃহস্পতিবার সেই দিন। অনেকে যাকে বলছেন মাহেন্দ্রক্ষণ। বিকেল ৫টার মধ্যে দশ দলকেই লিখিতভাবে আইপিএল গভর্নিং কাউন্সিল তথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাতে হবে, কোন ক্রিকেটারদের রিটেন করবে তারা।


সর্বোচ্চ কতজনকে রিটেন করতে পারবে দলগুলি? এ নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। কোনও কোনও দল চেয়েছিল, রিটেনশন প্রথাই তুলে দিতে। কোনও দল আবার চেয়েছিল, চারজনের পরিবর্তে রিটেনশনের সংখ্যা আরও বাড়ানো হোক। দশ দলের সঙ্গে আলোচনা করে অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। দশ দলকে তা জানিয়েও দেওয়া হয়েছে।


রিটেনশনের সংখ্যা বাড়ানো হয়েছে। সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে। সরাসরি রিটেন করা ও রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার মাধ্যমে। ছয় ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ পাঁচজন ক্যাপড প্লেয়ার্স রাখা যাবে। ভারতীয় ও বিদেশি মিলিয়ে। সর্বোচ্চ ২ জন ভারতীয় আনক্যাপড প্লেয়ার রাখা যাবে।


৩১ অক্টোবরের আগে যে সমস্ত ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটাবেন, তাঁদের ক্যাপড হিসাবে ধরা হবে। যেমন সদ্য ভারতের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিষেক ঘটানো নীতীশ কুমার রেড্ডিকে ক্যাপড হিসাবে ধরা হবে। তবে কেউ যদি ৩১ অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও ঘটান, তাহলেও নিলামের সময় তাঁকে আনক্যাপড ধরা হবে এবং সেরকম ক্রিকেটারকে রিটেন করতে সর্বোচ্চ ৪ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি।


এমনিতেই এবার প্রত্যেক দলের ক্রিকেটার কেনার জন্য অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে ক্রিকেটার কেনার জন্য দলগুলি সর্বোচ্চ ১০০ কোটি টাকা খরচ করতে পারত। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ১২০ কোটি টাকা।


আরও পড়ুন: কেরলের বিরুদ্ধে এক পয়েন্টেই আটকে গেল বাংলা, রঞ্জিতে পরের ম্যাচে কি খেলবেন শামি?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।