কলকাতা: অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) দীর্ঘ ১০ বছর পরে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। সেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কি চাকরি হারাতে চলেছেন?


জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে শ্রেয়সের বৈঠক ইতিবাচক হয়নি। দর কষাকষিতে আটকে গিয়েছে। শ্রেয়সকে পাওয়া যাবে না, নাইট শিবিরও নাকি তা ধরেই নিয়েছে।


বৃহস্পতিবার, ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে রিটেনশন তালিকা জমা দেবে আইপিএলের দশ দল। কেকেআর যে তালিকা জমা দেবে, সেখানে নাকি থাকবে না শ্রেয়সের নাম। যদিও তার পরেও শ্রেয়সকে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে নিলামের টেবিল থেকে কেনার বিকল্প থাকবে কেকেআরের হাতে। তবে সেক্ষেত্রে শ্রেয়সের ভাগ্য ঝুলে থাকবে অন্তত আরও এক মাস।


ঘটনা হচ্ছে, কেকেআর অধিনায়ক হিসাবে ভারতীয় কাউকেই দায়িত্ব দিতে চায়। যে কারণে শ্রেয়সই ছিল দলের প্রথম পছন্দ। বিশেষ করে গত আইপিএলে তাঁর নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। তবে শোনা যাচ্ছে, আরও কয়েকটি দল ভেতর ভেতর শ্রেয়সের সঙ্গে কথা বলেছে। তাঁকে প্রস্তাব দিয়েছে।         


শোনা যাচ্ছে, কেকেআরে থাকতে বাড়তি দর চেয়েছিলেন শ্রেয়স। যে দামের প্রস্তাব তিনি অন্য দল থেকে পেয়েছেন। কিন্তু ফর্ম, ফিটনেস মিলিয়ে শ্রেয়সকে সেই দাম দিতে রাজি হয়নি কেকেআর, খবর সূত্রের।              


আরও পড়ুন: প্রথম বাঙালি হিসাবে আমন্ত্রিত, টেস্ট অভিষেকের বিখ্যাত সেই শহরে বিশেষ অনুষ্ঠান সৌরভের


গত আইপিএলে শ্রেয়সের বেতন ছিল ১২ কোটি ২৫ লক্ষ টাকা। সে বছর আইপিএলে ১৪ ম্যাচে ৪০১ রান করেন মুম্বইয়ের তারকা। ৩০.৮৫ গড়ে। গত আইপিএলে ৩৫১ রান করেন শ্রেয়স। ৩৯ গড় রেখে। পাঁচ ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। চোটের জন্য ২০২৩ সালের আইপিএলে তিনি খেলতে পারেননি। সব মিলিয়ে ৯ মরশুম মিলিয়ে ১১৫ ম্যাচে ৩১২৭ রান করেছেন শ্রেয়স। ১২৭.৪৮ স্ট্রাইক রেট রেখে। ৩২.২৪ ব্যাটিং গড়ে। আপাতত বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় নেই তিনি। ভারতীয় দলেরও বাইরে।


আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।