মুম্বই: আইপিএলের টিম বাসে হামলা। অভিযোগের তির রাজনৈতিক দলের দিকে। আগামী ২৬ মার্চ থেকে মুম্বইয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএলের আসর। সব দলই সেখানে পৌঁছে গিয়েছে। প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু এরই মাঝে বেসুরো খবর। সূত্রের খবর, গতকাল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের কয়েকজন এসে আচমকা একটি টিম বাসে হামলা চালায়। ইটবৃষ্টি হয়, ঢিল ছোড়া হয়। মুম্বইয়ে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের বাইরে এই টিমবাসটি রাখা ছিল। 


সূত্রের খবর, গতকাল মধ্যরাতে প্রায় ৬ জন আন্দোলনকারী এসে সেই টিম বাসের সামনের কাঁচে নিজেদের দাবি তুলে পোস্টার লাগিয়ে দেয়। এরপরই ইট ছুড়ে একটি জানালার কাচ ভেঙে দেয়। একই সঙ্গে তাঁদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকে সবাই। পরে সঞ্জয় নায়েক বলে একজন আন্দোলনকারী জানিয়েছেন যে, তাঁদের দাবি মূলত বাইরে থেকে বাস ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। অথচ স্থানীয়দের কাজের কোনও সুরাহা করা হচ্ছে না। তাঁদের সুযোগ নষ্ট করা হচ্ছে। যদিও এখনও পুরো বিষয়টি পরিষ্কার নয় কারও কাছেই। ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ সেখানে গিয়ে পৌঁছোয়। একই সঙ্গে তিনজন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। 


এদিকে, আইপিএলের (IPL) নিয়মে এক গুচ্ছ বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যার মধ্যে সবচেয়ে বড় বদল হচ্ছে ডিআরএসের (DRS) নিয়মে। একটি নয়, এবার থেকে প্রত্যেক ইনিংসে প্রত্যেক দল দু’বার করে ডিআরএস নিতে পারবে।


ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আসন্ন মরসুমে ডিআরএসের সংখ্যা বাড়িয়ে এক থেকে দুই করা হচ্ছে। এর পাশাপাশি এমসিসির সুপারিশ মেনে ক্যাচ আউটের ক্ষেত্রে ব্যাটারদের স্ট্রাইক নেওয়ার নিয়মেও আসছে পরিবর্তন। আগে ক্যাচ আউটের সময় ক্যাচ ধরার সময় যদি দুই ব্যাটার একে অপরকে ক্রস করে যেতেন তাহলে নয়া ব্যাটার নয়, নন-স্ট্রাইকারের ব্যাটার স্ট্রাইক পেতেন। এবার ক্রস করুন বা না করুন নতুন ব্যাটারকেই ক্যাচ আউট হয়ে ফিরে যাওয়া ব্যাটারের জায়গায় স্ট্রাইক নিতে হবে।


সেই সঙ্গে ওই কর্তা জানিয়েছেন, ছয় বলের ওভারের শেষ বলে অর্থাৎ ষষ্ঠ বলে যদি ব্যাটার ক্যাচ আউট হয়ে যান, সেক্ষেত্রে নতুন ব্যাটারকে আর বাধ্যতামূলকভাবে স্ট্রাইকে আসতে হবে না।