মুম্বই: সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটমহলে বিতর্কের অন্য নাম যেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মানসিক স্বাস্থ্যের কথা বলে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর দুবাইয়ে পার্টি করা থেকে বোর্ডের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ঘরোয়া ক্রিকেট দলের হয়ে রঞ্জি ম্যাচ না খেলায়, প্রবল সমালোচনার শিকার হন তিনি। তরুণ কিপার ব্যাটারকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়। এবার মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians) শাস্তি দিল তাঁকে।
মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের তরফে দলের সকলের জন্যই সঠিক সময়ে অনুশীলনে আসা, হোটেলে কোনও কিছুর কল টাইম দেওয়া হলে, তার মধ্যে উপস্থিত হওয়ার মতো নির্দিষ্ট কিছু নিয়মকানুন বানানো হয়। এই নিয়মগুলি ভাঙলে শাস্তিও দেওয়া হয়। তবে এই শাস্তি খানিকটা ভিন্ন। সেই শাস্তি কারণেই ঈশান কিষাণকে মুম্বই বিমানবন্দরে মজাদার সুপারহিরো পোশাকে দেখা গেল। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়।
আসলে মুম্বই ম্যানেজমেন্টের তৈরি নিয়ম ভাঙলে প্রত্যেককেই একটি নির্দিষ্ট পোশাকে গোটা দিন কাটাতে হয়। প্রতি মরশুমেই এর জন্য নির্দিষ্ট একটি পোশাক ডিজাইন করা হয়। এবারে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে দলের রঙেই এক সুপারহিরো পোশাক ডিজাইন করা হয়েছে। সেই পোশাকে মুম্বই ইন্ডিয়ান্সের লোগোও রয়েছে। নিয়ম ভাঙার শাস্তিস্বরূপ ঈশানকে এই পোশাক পরিহিত অবস্থায় টিম বাস থেকে বিমানবন্দেরর টার্মিনালে প্রবেশ করতে দেখা যায়। অবশ্য ঈশান একা নন। কুমার কার্তিকেয়া সহ আরও বেশ কিছু ক্রিকেটারকে একই পোশাকে দেখা গিয়েছে।
এই প্রথম নয়, ঈশান কিষাণকে এর আগেও এমন শাস্তি পেতে দেখা গিয়েছে। এমনকী শুধু ঈশান নয়, এই কড়া নিয়মের আওতা থেকে দলের সিনিয়াররাও কিন্তু বাদ পড়েন না। প্রসঙ্গত, ঈশান কিষাণের আইপিএল মরশুমের (IPL 2024) শুরুটা ব্যাট হাতে একেবারেই ভাল হয়নি। তিন ম্যাচে তিনি মাত্র ৫০ রান করেছেন। মুম্বইও হারের হ্যাটট্রিক করে লিগ তালিকায় সবার নীচে। এমন পরিস্থিতিতে রবিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পল্টনরা। সেই ম্যাচে দলের জয়ের জন্য কিন্তু ঈশানের ব্যাট চলাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ঘরের মাঠে টসেই ক্ষোভের শিকার অধিনায়ক হার্দিক, দর্শকদের শান্ত করার প্রচেষ্টা মঞ্জরেকরের