লখনউ: গত রাতে লখনউয়ের বিরুদ্ধে (LSG vs MI) যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) চার ওভারে মাত্র ১৭ রান খরচ করলেও, উইকেট পাননি। তবে চলতি আইপিএলের (IPL 2024) সর্বোচ্চ উইকেটসংগ্রাহক কিন্তু বুমরাই। সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ায় 'পার্পল ক্যাপ'-র অধিকারীও বুমরাই। কিন্তু সেই পার্পল ক্যাপই ম্যাচ শেষে দিয়ে দিলেন বুমরা।


ঘটনাটা ঠিক কী? ম্যাচ শেষে সাজঘরে ফেরার সময় বুমরা স্ট্যান্ডে উপস্থিত এক খুদে সমর্থকের আবদারে তাঁকে নিজের টুপি খুলে তো দেনই, পাশাপাশি একটি কাগজে অটোগ্রাফও দেন। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'বাচ্চাটির আজীবন স্মরণ করার মতো এক অভিজ্ঞতা।'  


ভারতে ক্রিকেটকে ঘিরে উন্মাদনা, উত্তেজনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ক্রিকেটারদের এই দেশে রোল মডেল হিসাবে গণ্য করা হয়। সেই ক্রিকেটারদের থেকে পাওয়া কোনও উপহার কিন্তু সবসময়ই বিশেষ অনুভূতির হয়। বুমরা বর্তমান বিশ্বের সেরা বোলারদের অন্যতম। তাঁর অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। এই খুদে সমর্থকও যেন বুম বুম-অনুরাগীরদের একজন তা তাঁর প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়। খুদে সমর্থক বুমরার সই এবং টুপি পেয়ে উচ্ছ্বাসে লাফিয়ে উঠেন, আনন্দে ছুটে ছুটে গ্যালারির সিঁড়ি ভাঙতে দেখা যায় তাঁকে। 


 






তবে বুমরা অনবদ্য ছন্দে থাকলেও, তাঁর দল কিন্তু একেবারেই ছন্দে নেই। রেকর্ড চ্যাম্পিয়ন পল্টনরা লখনউয়ের বিরুদ্ধে চলতি মরশুমে নিজেদের সপ্তম ম্যাচ হারে। মাত্র তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় নয় নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের প্লে-অফে যাওয়ার আশাও খুবই ক্ষীণ। তবে বুমরার ফর্ম কিন্তু ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য অত্যন্ত খুশির খবর। আইপিএলের ঠিক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। সেই মেগা টুর্নামেন্টে ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়ভার কিন্তু বুমরার কাঁধেই থাকবে। তাই আইপিএলের বাকি ম্যাচগুলিতে বুমরার পারফরম্যান্সের দিকে শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয়, ভারতীয় সমর্থকরাও কড়া নজর রাখবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ময়ঙ্কের চোটের দায় লখনউ দলের ওপর চাপিয়ে বোমা ফাটালেন প্রাক্তন ফাস্টবোলার ব্রেট লি