চেন্নাই: চিপক স্টেডিয়াম (Chepauk Stadium)। পোশাকি নাম, এম এ চিদম্বরম স্টেডিয়াম। আইপিএলে (ipl 2024) যে মাঠে একটাই নামের জয়ধ্বনি ওঠে। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। কিংবদন্তিকে যে শহর ভালবেসে, শ্রদ্ধায় ডাকে থালা বলে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলে হলুদ জার্সির ঝড় ওঠে। হুইসল পোড়ুর ঠেলায় কান পাতা দায় হয়ে যায়, এতটাই একচেটিয়া দাপট থাকে সিএসকে সমর্থকদের।


রবিবার আইপিএল ফাইনালের (IPL Final) ত্রিসীমানায় ছিল না সিএসকে। তবু চিপক ভরে গিয়েছিল কানায় কানায়। যদিও উপচে পড়া গ্যালারি হয়তো কল্পনাও করতে পারেনি যে, এত একপেশে এক ফাইনালের সাক্ষী থাকতে হবে। যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৩ বল বাকি থাকতে ১১৩ রানে অল আউট হয়ে যাবে। আর হাসতে হাসতে ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে তৃতীয় আইপিএল ট্রফি ঘরে তুলবে কলকাতা নাইট রাইডার্স


কাটল নাইটদের (KKR vs SRH) দশ বছরের ট্রফি খরা। যে মাঠে ১২ বছর আগে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে প্রথমবার আইপিএল জেতার স্বাদ পেয়েছিল কেকেআর, সেই মাঠেই এল তৃতীয় খেতাব। সেই গম্ভীর এখন নাইটদের মেন্টর। আর দায়িত্ব নিয়েই দলকে তৃতীয় ট্রফি দিলেন গুরু গম্ভীর। চিপকে ম্যাচ এতটাই একপেশে হয়ে পড়ল যে, প্রথমার্ধেই লেখা হয়ে গেল দেওয়াল। ২০১৪ সালে শেষ যেবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ঋদ্ধিমান সাহা করেছিলেন ১১৫ রান। এদিন সানরাইজার্স হায়দরাবাদ গোটা দল মিলে তুলল ১১৩।


ম্যাচের প্রথমার্ধে ছিল নাইট বোলারদের দাপট। কাকে ছেড়ে কার কথা লেখা হবে? আইপিএলের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের বোলার প্রথম দু'ম্যাচে খরচ করেছিলেন ১০০ রান। তারপর থেকে চলছিল তাঁর মুণ্ডপাত। তবে টুর্নামেন্ট যত এগিয়েছে, জ্বলে উঠেছেন স্টার্ক। কোয়ালিফায়ারে তাঁর অবিশ্বাস্য বলে ট্র্যাভিস হেড মিডল-অফস্টাম্প ছিটকে গিয়েছিল। ফাইনালে তাঁর স্বপ্নের ডেলিভারিতে শুরুতেই বোল্ড অভিষেক শর্মা। পরের ওভারে ট্র্যাভিস হেডকে তুলে নিলেন বৈভব অরোরা। ২ ওভারের মধ্যে মাত্র ৬ রানে ট্র্যাভিষেক জুটির সমাপ্তি। সেই ধাক্কা গোটা ইনিংসেও আর কাটিয়ে উঠতে পারল না হায়দরাবাদ। ১৮.৩ ওভারে শেষ হয়ে গেল হায়দরাবাদের ইনিংস।


জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই নারাইনকে হারিয়েছিল কেকেআর। কামিন্সের বলে ফিরে যান ক্যারিবিয়ান ক্রিকেটার। তবে বেঙ্কটেশ আইয়ার ও রহমানউল্লাহ গুরবাজ় নাইট ইনিংসে আর কোনও ধাক্কা লাগতে দেননি। ২৬ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেললেন বেঙ্কি। গুরবাজ় ৩২ বলে ৩৯ রান করে ফিরলেন। ততক্ষণে অবশ্য ম্যাচ কার্যত শেষ। শ্রেয়স আইয়ার (৩ বলে অপরাজিত ৬ রান) শুধু নিয়মরক্ষার কাজটি করলেন। ১০.৩ ওভারে ১১৪/২ তুলে ম্যাচ জিতল কেকেআর।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।