KKR vs GT IPL 2022 Live: ব্যর্থ রাসেলের লড়াই, ৮ রানে হার কেকেআর-এর
KKR vs GT: আজ আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাত টাইটানসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাত, কলকাতা সপ্তম স্থানে। ফলে শ্রেয়সদের কাছে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ।
গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৮ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। গুজরাতের ৯ উইকেটে ১৫৬ রানের জবাবে ৮ উইকেটে ১৪৮ রান করল কেকেআর।
৪৮ রান করে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। শেষ ৪ বলে জয়ের জন্য কেকেআর-এর দরকার ১২ রান।
জয়ের জন্য শেষ ওভারে কেকেআর-এর দরকার ১৮ রান। ক্রিজে রাসেল ও উমেশ যাদব।
১০৮ রানে ৭ উইকেট হারাল কেকেআর। ২ রান করে আউট হয়ে গেলেন শিবম মাভি।
১৭ রান করে আউট হয়ে গেলেন বেঙ্কটেশ আইয়ার। ৯৮ রানে ৬ উইকেট হারাল কেকেআর। এখন দলের ভরসা আন্দ্রে রাসেল।
৩৫ রান করে যশ দয়ালের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রিঙ্কু সিংহ। পঞ্চম উইকেট খোয়াল কেকেআর।
১০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪ উইকেটে ৬৩। ক্রিজে রিঙ্কু সিংহ (২৭) ও বেঙ্কটেশ আইয়ার (৮)।
১২ রান করে ফিরে গেলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৩৪ রানে ৪ উইকেট হারাল কেকেআর।
পঞ্চম ওভারে ২ রান করেই ফিরে গেলেন নীতীশ রানা। ১৬ রানে ৩ উইকেটে হারাল কেকেআর।
নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট নিলেন শামি। এবার তাঁর শিকার হলেন সুনীল নারাইন। ১০ রানে ২ উইকেট হারাল কেকেআর। নারাইন করেন ৫ রান।
প্রথম ওভারেই উইকেট হারাল কেকেআর। ৪ রান করে মহম্মদ শামির বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন স্যাম বিলিংস।
শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট নিলেন আন্দ্রে রাসেল। তাঁর অসাধারণ বোলিংয়ের সুবাদে ৯ উইকেটে ১৫৬ রানেই থমকে গেল গুজরাতের ইনিংস।
কোনও রান না করেই টিম সাউদির বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রশিদ খান। ১৪০ রানে ৫ উইকেট হারাল গুজরাত।
৪৯ বলে ৬৭ রান করে টিম সাউদির বলে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। চতুর্থ উইকেট হারাল গুজরাত।
২৭ রান করে শিবম মাভির বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডেভিড মিলার। তৃতীয় উইকেট হারাল গুজরাত।
১৬ ওভারের শেষে গুজরাতের স্কোর ২ উইকেটে ১৩২। হার্দিক ৬৬ ও মিলার ২৭ রানে অপরাজিত।
১৩ ওভারেই ১০০ পেরিয়ে গেল গুজরাতের স্কোর। ১৩ ওভারের শেষে স্কোর ২ উইকেটে ১০২। হার্দিক ৫৫ ও ডেভিড মিলার ১০ রানে অপরাজিত।
পরপর তিন ম্যাচে অর্ধশতরান করলেন গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি আজ ক্রিজে নামার পর থেকেই দাপট দেখাচ্ছেন।
২৫ বলে ২৫ রান করে উমেশ যাদবের বলে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঋদ্ধিমান সাহা। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারাল গুজরাত।
৭ ওভারেই ৫০ পেরিয়ে গেল গুজরাতের স্কোর। ৭ ওভারের শেষে স্কোর ১ উইকেটে ৬১। ক্রিজে ঋদ্ধিমান ও হার্দিক।
৫ ওভারের শেষে গুজরাতের স্কোর ১ উইকেটে ৪৩। ঋদ্ধিমান সাহা ১৪ ও হার্দিক পাণ্ড্য ১৯ রানে অপরাজিত।
৭ রান করে টিম সাউদির বলে স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শুবমান গিল। ৮ রানে প্রথম উইকেট হারাল গুজরাত।
প্রেক্ষাপট
মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে গুজরাত টাইটানস (Gujarat Titans)। ওপেন করতে নেমেছেন শুবমান গিল (Shubman Gill) ও ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাত। অন্যদিকে, সপ্তম স্থানে কেকেআর। ফলে আজকের ম্যাচ কেকেআর-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠতে গেলে শ্রেয়স আইয়ারদের জিততেই হবে।
কেকেআর-এর প্রথম একাদশ-বেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, টিম সাউদি, শিবম মাভি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
গুজরাতের প্রথম একাদশ-ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, হার্দিক পাণ্ড্য, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোশেফ, লকি ফার্গুসন, যশ দয়াল ও মহম্মদ শামি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -