আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলে আজ, শনিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডর্স ও কিংস ইলেভেন পঞ্জাব| ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে পঞ্জাব| প্লে অফে ওঠার রাস্তা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে কে এল রাহুলদের সামনে| ভাগ্য ফেরাতে আজ কি ক্রিস গেইলকে খেলাবেন রাহুল-অনিল কুম্বলেরা?
চলতি আইপিএলে এখনও মাঠে নামেননি গেইল| গ্লেন ম্যাক্সওয়েল রানের মধ্যে নেই| ৬ ম্যাচে ১২ গড়ে মাত্র ৪৮ রান করেছেন| তাঁর পরিবর্তে কেকেআরের বিরুদ্ধে গেইলকে খেলানোর সমূহ সম্ভাবনা| তবে পেটের সমস্যায় কাবু গেইল| সুস্থ হলে তিনি খেলতে পারেন| যদিও গেইল কতটা ঝড় তুলতে পারবেন, প্রশ্ন রয়েছে| ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছিলেন| ৪১ বছরের তারকা বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে| গেইলকে থামাতে নাইটদের বাজি হতে পারেন প্যাট কামিন্স|
অন্যদিকে নাইটরা কুলদীপ যাদবকে খেলাবে কি না, দেখার অপেক্ষায় অনেকে| তবে দলে পরিবর্তনের সম্ভাবনা কম| শুবমানের সঙ্গে ওপেন করবেন হয়তো রাহুলই| তবে মর্গ্যান ও রাসেলকে কত নম্বরে নামানো হয় বা কার্তিক নিজে কোথায় নামেন তা নিয়ে চর্চা চলছে|
কলকাতা নাইট রাইডার্স
শুবমান গিল
রাহুল ত্রিপাঠি
নীতিশ রানা
দীনেশ কার্তিক (অধিনায়ক)
অইন মর্গ্যান
আন্দ্রে রাসেল
সুনীল নারাইন
প্যাট কামিন্স
শিবম মাভি
কমলেশ নাগরকোটি
বরুণ চক্রবর্তী
কিংস ইলেভেন পঞ্জাব
কে এল রাহুল (অধিনায়ক)
গ্লেন ম্যাক্সওয়েল/ক্রিস গেইল
ময়ঙ্ক অগ্রবাল
প্রভসিমরন সিংহ
নিকলাস পুরান
মনদীপ সিংহ
মুজিব উর রহমান
রবি বিষ্ণোই
মহম্মদ শামি
শেলডন কটরেল
অর্শদীপ সিংহ
KKR vs KXIP, Dream11 Prediction: আজ কি খেলবেন গেইল? কেকেআরের বাজি কে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2020 02:30 PM (IST)
ত্রয়োদশ আইপিএলে আজ, শনিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডর্স ও কিংস ইলেভেন পঞ্জাব| ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে পঞ্জাব| প্লে অফে ওঠার রাস্তা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে কে এল রাহুলদের সামনে| ভাগ্য ফেরাতে আজ কি ক্রিস গেইলকে খেলাবেন রাহুল-অনিল কুম্বলেরা?
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -