শারজা: রাজস্থান রয়্যালসকে ৪৬ রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস। আর দলের জয়ে বল হাতে ফের নায়ক কাগিসো রাবাডা। ৩ উইকেট নিয়ে স্টিভ স্মিথদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলে দক্ষিণ আফ্রিকার পেসার।
প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ৮ উইকেটে ১৮৪ রান। ওপেনাররা রান পাননি। মিডল অর্ডারও বড় রান করতে পারেনি। দিল্লি ইনিংসকে টানলেন শিমরন হেটমায়ার। ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২৪ বলে ৪৫ রান করেন তিনি। হেটমায়ারের ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। শেষের দিকে চালিয়ে খেংলে ৮ বলে ১৭ রান করেন অক্ষর পটেল। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৮ বলে করেন ২২ রান। বল হাতে নজর কেড়ে নেন জোফ্রা আর্চার। ২৪ রানে তিন উইকেট নিয়েছেন ব্রিটিশ পেসার।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। রান পাননি স্মিথ (১৭ বলে ২৪ রান), সঞ্জু স্যামসন (৯ বলে ৫ রান)। রাহুল তেওয়াটিয়া ২৯ বলে ৩৮ রান করে লড়াই চালালেও লাভ হয়নি। ১৯.৪ ওভারে ১৩৮ রানে অল আউট হয়ে যায় রাজস্থান। তিনটি ক্যাচ নেন হেটমায়ার। আর অশ্বিন ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।
RR vs DC, LIVE IPL 2020 LIVE Score Updates: হেটমায়ার-রাবাডার দাপট, রাজস্থানকে ৪৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2020 11:55 PM (IST)
Rajasthan Royals vs Delhi Capitals, IPL 2020: ৩ উইকেট নিয়ে স্টিভ স্মিথদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলে দক্ষিণ আফ্রিকার পেসার।
ছবি সৌজন্য: আইপিএল ইনস্টাগ্রাম
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -