KKR vs LSG: রিঙ্কু-নারাইনের ঝড় সামলে ২ রানে নাটকীয় জয়, প্লে অফে লখনউ

KKR vs LSG Live Updates: পয়েন্ট টেবিলে তিন নম্বরে লখনউ। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে কে এল রাহুলদের (KL Rahul) ঝুলিতে। বুধবার জিতলে যারা সরাসরি পৌঁছে যাবে প্লে অফে। কিন্তু কেকেআরের সামনে জটিল অঙ্ক।

abp ananda Last Updated: 18 May 2022 11:23 PM
KKR vs LSG Live: রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় লখনউ সুপার জায়ান্টসের

রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় লখনউ সুপার জায়ান্টসের। ২ রানে হারিয়ে দিল কেকেআরকে। সেই সঙ্গে জায়গা করে নিল প্লে অফে। ব্যর্থ রিঙ্কু সিংহের (১৫ বলে ৪০ রান) ও সুনীল নারাইনের (৭ বলে অপরাজিত ২১ রান) লড়াই। শেষ হয়ে গেল কেকেআরের প্লে অফের স্বপ্ন।

KKR vs LSG Live: ৩ ওভারে ৫৫ রান চাই কেকেআরের

২৪ বলে ৩৬ রান করে ফিরলেন স্যাম বিলিংস। ১১ বলে ৫ রান করে ফিরলেন আন্দ্রে রাসেল। শেষ ৩ ওভারে ৫৫ রান চাই কেকেআরের।

KKR vs LSG Live: ৫০ রান করে আউট হলেন শ্রেয়স

পাল্টা লড়াই কেকেআর ব্যাটারদের। ২৯ বলে ৫০ রান করে আউট হলেন শ্রেয়স আইয়ার। ১৪ ওভারের শেষে কেকেআর ১৩২/৪।

KKR vs LSG Live: ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯৯/৩

২২ বলে ৪৪ রান করে ফিরলেন নীতিশ রানা। ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ৯৯/৩।

KKR vs LSG Live: ৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৭/২

৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৭/২।

KKR vs LSG Live: ১ ওভারের শেষে কেকেআর ৪/১

প্রথম ওভারেই বেঙ্কটেশ আইয়ারকে ফেরালেন মহসিন খান। ১ ওভারের শেষে কেকেআর ৪/১।

KKR vs LSG Live: কেকেআরের বিরুদ্ধে লখনউ তুলল ২১০/০

বিধ্বংসী ইনিংস কুইন্টন ডি'ককের। ৭০ বলে অপরাজিত ১৪০ রান করলেন। ৫১ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন কে এল রাহুল। কেকেআরের বিরুদ্ধে লখনউ তুলল ২১০/০।

KKR vs LSG Live: ৫৯ বলে সেঞ্চুরি কুইন্টন ডি'ককের

মাত্র ৫৯ বলে সেঞ্চুরি কুইন্টন ডি'ককের। ১৭.৪ ওভারে লখনউয়ের স্কোর ১৬২/০।

KKR vs LSG Live: ১৩ ওভারের শেষে লখনউ ১০৫/০

১৩ ওভারের শেষে লখনউ ১০৫/০। ডি'কক ৫৭ ও রাহুল ৪৭ রানে ক্রিজে।

KKR vs LSG Live: ৯ ওভারের শেষে স্কোর ৬৮/০

দুরন্ত শুরু লখনউয়ের ওপেনারদের। ৯ ওভারের শেষে স্কোর ৬৮/০।

KKR vs LSG Live Updates: লখনউয়ের স্কোর বিনা উইকেটে ২৬

৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ২৬ রান।

KKR vs LSG Live: রাহানের পরিবর্তে তোমর

অজিঙ্ক রাহানের পরিবর্তে অভিজিৎ তোমরকে খেলাচ্ছে কেকেআর।

প্রেক্ষাপট

মুম্বই: বুধবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে নাইটদের ভাগ্যপরীক্ষা। কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। একটি কলকাতার দল। অন্যটির মালিক কলকাতার। কেকেআরের স্বপ্নভঙ্গ ঘটাবে কি সঞ্জীব গোয়েঙ্কার দল?


পয়েন্ট টেবিলে তিন নম্বরে লখনউ। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে কে এল রাহুলদের (KL Rahul) ঝুলিতে। বুধবার জিতলে যারা সরাসরি পৌঁছে যাবে প্লে অফে। কিন্তু কেকেআরের সামনে জটিল অঙ্ক। কারণ, নাইটদের শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপরেও।


আপাতত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে কেকেআর। বুধবার জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৪। শ্রেয়স আইয়ারদের পক্ষে ইতিবাচক হল, দলের নেট রান রেট। ১৩ ম্যাচের মধ্যে ৭টি হারলেও নাইটদের নেট রান রেট .১৬০। যে কারণে বুধবার জিতলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ছাপিয়ে যাবে কেকেআর।


তবে অগ্নিপরীক্ষার ম্যাচের আগে নাইটদের দুশ্চিন্তা ওপেনিং। চলতি মরসুমে ৫টি ওপেনিং জুটি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছে কেকেআর। শেষ পর্যন্ত আগের ম্য়াচে বেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানের জুটি পঞ্চাশ রান পার করে। কিন্তু সেই ম্যাচের পরই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন রাহানে। ফলে লখনউয়ের বিরুদ্ধে ফের ওপেনিং নিয়ে চিন্তাভাবনা করতে হবে নাইটদের। বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেনার হিসাবে খেলানো হতে পারে বাবা ইন্দ্রজিৎকে।


অন্যদিকে, ব্যাটিং নিয়ে সমস্যায় রয়েছে লখনউও। কে এল রাহুল ও কুইন্টন ডি'কক দুরন্ত ছন্দে। কিন্তু সমস্যাটা তার পরেই। তিন থেকে ছয় নম্বরে এক ঝাঁক ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে লখনউ। কিন্তু কেউই ধারাবাহিকতা দেখাতে পারেনি। চলতি আইপিএলে ডেথ ওভারে সবচেয়ে ঝোড়ো গতিতে রান তুলছে লখনউ। ওভার প্রতি ১১.৩০ রান করছে লখনউ। ১৬ পয়েন্ট নিয়ে কিছুটা স্বস্তিজনক জায়গায় থাকলেও লখনউয়ের প্লে অফ তাই এখনও নিশ্চিত নয়। রাহুলদেরও সুবিধা বলতে, নেট রান রেট বেশ ভাল। যে কারণে শেষ ম্যাচে হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.