আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলে আজ, শুক্রবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমবারের সাক্ষাতে পরাজয় হজম করতে হয়েছিল নাইটদের। আজ কেমন হবে দুই দলের প্রথম একাদশ?
এই ম্যাচের আগেই আচমকা নাইটদের নেতৃত্ব ছেড়েছেন দীনেশ কার্তিক। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান। সুনীল নারাইনকে নিয়ে ধন্দ রয়েছে নাইট শিবিরে। ক্যারিবিয়ান বিস্ময়-স্পিনারের অ্যাকশন নিয়ে আম্পায়ারদের রিপোর্ট জমা পড়ার পর আগের ম্যাচে খেলানো হয়নি। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেখে নেওয়া যাক দু'দলের সম্ভাব্য প্রথম একাদশ।
কলকাতা নাইট রাইডার্স
শুবমান গিল
রাহুল ত্রিপাঠি
নীতিশ রানা
অইন মর্গ্যান (অধিনায়ক)
দীনেশ কার্তিক
আন্দ্রে রাসেল
প্যাট কামিন্স
লকি ফার্গুসন
কমলেশ নাগরকোটি/কুলদীপ যাদব
প্রসিদ্ধ কৃষ্ণ
বরুণ চক্রবর্তী
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক)
কুইন্টন ডি'কক
সূর্যকুমার যাদব
ঈশান কিষান
হার্দিক পাণ্ড্য
কায়রন পোলার্ড
ক্রুণাল পাণ্ড্য
ট্রেন্ট বোল্ট
জেমস প্যাটিনসন
রাহুল চাহার
যশপ্রীত বুমরা
KKR vs MI, Dream11 Prediction: আজ সামনে মুম্বই-কাঁটা, নারাইনকে নিয়ে ধন্দে কেকেআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2020 06:30 PM (IST)
Kolkata Knight Riders vs Mumbai Indians, IPL 2020: প্রথম পর্বের সাক্ষাতে রোহিত শর্মাদের কাছে হারতে হয়েছিল নাইটদের। আজ ভাগ্যে কী রয়েছে?
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -