KKR vs MI Live Score: দুবারের সাক্ষাতে দুবারই মুম্বই-বধ, প্রথম দল হিসাবে প্লে অফে জায়গা পাকা কেকেআরের
IPL 2024 KKR vs MI LIVE Score: ১৮ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১৮ পয়েন্টে পৌঁছে গেল কেকেআর।
১৩৯/৮ স্কোরে আটকে গেল মুম্বই। দুবারের সাক্ষাতে দুবারই মুম্বই-বধ কেকেআরের। ১৮ রানে ম্যাচ জিতে প্রথম দল হিসাবে প্লে অফে জায়গা করে নিল কেকেআর।
হার্দিক ২ রানে ও টিম ডেভিড কোনও রান না করে ফিরলেন। ১৩ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১০১/৫। ম্যাচ জিততে আর ৩ ওভারে ৫৭ রান করতে হবে মুম্বইকে।
১১ রান করে রাসেলের বলে আউট সূর্যকুমার যাদব। ১১ ওভারে মুম্বইয়ের স্কোর ৮৮/৩।
পরপর ২ ওভারে ফিরলেন ঈশান কিষাণ (২২ বলে ৪০, বোলার নারাইন) ও রোহিত শর্মা (২৪ বলে ১৯, বোলার বরুণ চক্রবর্তী)। ৮ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৭১/২।
৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬২/০। ১৯ বলে ৩৮ রানে অপরাজিত ঈশান কিষাণ। ১৮ বলে ১৭ রানে ক্রিজে রোহিত।
১৪ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ১২ বলে ২০ রান করলেন রিঙ্কু। বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে ১৬ ওভার করা হয়েছে। সেই ১৬ ওভারে কেকেআর তুলল ১৫৭/৭।
১৬ ওভারের শেষে কেকেআর তুলল ১৫৭/৭। মুম্বইকে ম্যাচ জিততে তুলতে হবে ১৫৮ রান।
৩৩ করে রান আউট নীতীশ রানা। ১৪ বলে ২৪ করে ফিরলেন রাসেল। ১৩ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২৫/৬।
২১ বলে ৪২ রান করে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার। ১০.২ ওভারে একশো পূর্ণ কেকেআরের। ১১ ওভারের শেষে কেকেআরে স্কোর ১০৬/৪।
হার্দিকের এক ওভারে উঠল ১৬ রান। ৮ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭৭/৩।
বুমরার এক ওভারে ১৫ রান নিলেন বেঙ্কটেশ আইয়ার। কম্বোজের বলে বোল্ড শ্রেয়স (১০ বলে ৭ রান)। পাওয়ার প্লে-র ৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৫/৩।
প্রথম বলেই সুনীল নারাইনের অফস্টাম্প ছিটকে দিলেন যশপ্রীত বুমরা। ২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৫/২।
নুয়ান থুসারাকে প্রথম বলেই ছক্কা মেরেছিলেন ফিল সল্ট। তবে পঞ্চম বলে উচু ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১ ওভারের শেষে কেকেআরের স্কোর ১০/১।
অঙ্গকৃষ রঘুবংশীর পরিবর্তে চোট সারিয়ে দলে ফিরলেন নীতীশ রানা। টস হেরে শ্রেয়স বললেন, তিনিও চেয়েছিলেন শুরুতে ফিল্ডিং করে নিতে।
সময় নষ্ট হওয়ায় কমল ম্যাচের ওভার সংখ্যা। জানানো হল, সন্ধ্যা সাতটায় যে টস হওয়ার কথা ছিল, তা হবে রাত ৯টায়। টসের সঙ্গে ম্যাচ শুরুর আধ ঘণ্টার ফারাক থাকে। তবে সময় বাঁচাতে সেই ফারাক কমিয়ে ১৫ মিনিটে নামিয়ে আনা হয়েছে। রাত ৯.১৫-তে শুরু হবে ম্যাচ। ২০ ওভার নয়, দুই দল খেলবে ১৬ ওভার করে প্রতি ইনিংস।
বৃষ্টি থামতেই তৎপর মাঠকর্মীরা, দ্রুত সরানো হচ্ছে মাঠের কভার। আর বৃষ্টি না হলে ম্যাচ শুরু হবে শীঘ্রই।
থেমেছে বৃষ্টি। কভার থেকে জল সরানোর কাজ শুরু করলেন মাঠকর্মীরা।
টসের জন্য নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পার। এখনও চলছে বৃষ্টি। ইডেন ঢাকা কভারে। তবে কমেছে বৃষ্টির তীব্রতা।
ঝিরঝির করে চলছে বৃষ্টি। ইডেনে নির্ধারিত সময়ে টস করা গেল না। পিছিয়ে যেতে চলেছে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ।
আইপিএলের নিয়ম বলছে, ম্যাচের ফলাফল করতে অন্তত পাঁচ ওভার করে দুই ইনিংস মিলিয়ে দশ ওভারের ম্যাচ করতেই হবে। শনিবার যদি বৃষ্টির জন্য পুরো ২০ ওভার খেলা না হয়, যদি অন্তত পাঁচ ওভার করে ম্যাচ করাতে হয়, তার জন্য রাত ১০.৪১-এ টস করতে হবে। সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে রাত ১০.৫৬ মিনিটে। ম্যাচ শুরু হওয়ার জন্য যে সময় নির্ধারিত, তার অন্তত এক ঘণ্টার মধ্যে ম্যাচ শুরু করা না গেলে ওভার সংখ্যা কমতে শুরু করবে।
প্রেক্ষাপট
কলকাতা: শনিবার বেলা গড়াতেই কলকাতায় আকাশের মুখ ভার হল। দুপুরের দিকেই নিভে গেল দিনের আলো। বিকেল চারটেয় তো সন্ধ্যার আকাশ যেন। শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়ে গেল দু এক পশলা। বিকেল সাড়ে পাঁচটা থেকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হল ইডেন (Eden Gardens) চত্বরেও।
গোটা মাঠ ঢাকা সাদা প্লাস্টিকের কভারে। আইপিএলে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের (KKR) বিরুদ্ধে ম্যাচই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের শেষ দ্বৈরথ। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় তাই কোনও ঝুঁকি নিতে চাননি। গোটা মাঠ ঢেকে রেখেছেন কভারে। যাতে বৃষ্টি থামলে সুপার সপার চালিয়ে দ্রুত কভারের ওপরের জল শুকিয়ে ফেলা যায়। আর কভার সরিয়ে শুরু করে দেওয়া যায় ম্যাচ। তবে বৃষ্টি যদি চলতে থাকে? যদি সময়ে টস করা না যায়? ম্যাচের বল যদি সময় মেনে না গড়ায়? কতক্ষণ অপেক্ষা করা হবে? কী বলছে নিয়ম?
এমনিতে আইপিএলে সন্ধ্যার ম্যাচ মানে সাতটায় টস হয়। তার আধ ঘণ্টা পরে, সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হয়। তবে বৃষ্টি বাদ সাধলে শনিবার নির্ধারিত সময়ে টস বা ম্যাচ শুরু করা যাবে না।
আইপিএলের নিয়ম বলছে, ম্যাচের ফলাফল করতে অন্তত পাঁচ ওভার করে দুই ইনিংস মিলিয়ে দশ ওভারের ম্যাচ করতেই হবে। শনিবার যদি বৃষ্টির জন্য পুরো ২০ ওভার খেলা না হয়, যদি অন্তত পাঁচ ওভার করে ম্যাচ করাতে হয়, তার জন্য রাত ১০.৪১-এ টস করতে হবে। সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে রাত ১০.৫৬ মিনিটে। ম্যাচ শুরু হওয়ার জন্য যে সময় নির্ধারিত, তার অন্তত এক ঘণ্টার মধ্যে ম্যাচ শুরু করা না গেলে ওভার সংখ্যা কমতে শুরু করবে।
আইপিএলে শোরগোল পড়ে গিয়েছে একটি ঘটনায়। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হেরে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) মাঠের ধারেই ভর্ৎসনা করছেন দলের অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) - সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল। গোয়েঙ্কার সমালোচনায় সরব সব মহল। কে এল রাহুলের দল ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত কি না, তা নিয়েও জোর জল্পনা।
আর এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স (KKR vs MI) শিবিরে ঢুঁ মারলে মনে হবে, ভিন গ্রহে এসে পড়েছেন। টিম মালিককে নিয়ে মুগ্ধ ক্রিকেটারেরা। দলের যার সঙ্গেই কথা বলুন না কেন, নির্যাস হচ্ছে, আরও ভাল খেলার অক্সিজেন পাওয়া যাচ্ছে মালিকের কাছ থেকেই।
শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে মন্ত্রমুগ্ধ কেকেআর শিবির। যিনি নাকি দলের সকলকে আলাদা আলাদা করেও বলে দিয়েছেন যে, হার-জিত তো ম্যাচের অঙ্গ। চাপ নিও না। চাপমুক্ত থেকে মাঠে নামো। মনে করো, আর একটা ম্যাচ খেলতে নামছো। জেতা-হারা নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। তাতে পারফরম্যান্সে প্রভাব পড়ে। খোলা মনে খেলো।
বলা হচ্ছে, কেকেআরের চলতি আইপিএলে সাফল্যের নেপথ্যে মালিকের এই পেপ টকই আসল কারিগর।
শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগের দিন, শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে স্পিনার বরুণ চক্রবর্তী বললেন, 'কলকাতায় প্রায় সব ম্যাচেই মাঠে থাকছেন শাহরুখ খাই। এমনকী, যে ম্যাচে আমরা হেরে গিয়েছি, সেখানেও ড্রেসিংরুমে এসে এক ঘণ্টা কথা বলেছেন। প্রত্যেককে আলিঙ্গন করেছেন। বলেছেন, এটা সামান্য একটা ম্যাচ তো। ক্রিকেট প্রত্যেক মুহূর্তে পাল্টাচ্ছে। পরের ম্যাচে ভাল খেলার চেষ্টা কোরো। তাহলেই হবে। এবার দেখছি ওঁর মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে। ভীষণ ভাল পরিস্থিতি বুঝতে পারছেন। সব কথা মন খুলে ওঁকে বলা যায়। যার বিরাট প্রভাব পড়েছে দলের খেলায়। আমি নিজে প্রথমবার শাহরুখ ভাইয়ের সঙ্গে এবারই কথা বলার সুযোগ পেলাম। দারুণ অভিজ্ঞতা।'
শুনলে কে বলবে, দলের প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরে যেতে কার্যত বাধ্য করা হয়েছিল। সেই সময় আঙুল উঠেছিল এই শাহরুখের দিকেই। সেই থেকে বাজিগর-দাদার সম্পর্কেও ছিল শীতলতা। যদিও সম্পর্কের সেই বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর সৌরভকে জড়িয়ে ধরেছিলেন বাদশা।
আইপিএলের বয়স সতেরো। আর এই ১৭ বসন্ত পেরিয়ে টিমমালিক হিসাবে শাহরুখ খানও কি উদাহরণ তৈরি করছেন?
আরও পড়ুন: IPL Exclusive: চন্দননগর থেকে আইপিএলের আকাশে বাংলার একমাত্র উজ্জ্বল তারা, অভিষেকের অজানা গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -