Kolkata Knight Riders vs Mumbai Indians: ১১৩ রানে অল আউট মুম্বই, ৫২ রানে জয় নাইট রাইডার্সের

KKR vs MI Live Score: শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টস দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রেয়স বাহিনী। প্লে অফের দৌড়ে থাকতে এই ম্যাচ জিততেই হবে কলকাতাকে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 May 2022 11:15 PM
KKR vs MI Live Updates: ৫২ রানে মুম্বইকে হারিয়ে দিল কেকেআর

১১৩ রানে অল আউট হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত বাহিনীকে ৫২ রানে হারিয়ে দিল শ্রেয়স ব্রিগেড। প্লে অফের আশাও বাঁচিয়ে রাখল শাহরুখের দল।

KKR vs MI Live: টানা ৩ শিকার কামিন্সের

কামিন্সের টানা ৩ টে শিকার একই ওভারে। ফিরে গেলেন ঈশান কিষাণ ও ড্যানিয়েল স্য়ামস ও মুরুগান অশ্বিন।

KKR vs MI Live: মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন

রাসেলের তৃতীয় শিকার। ১২ রান করে ফিরলেন রমনদীপ।

KKR vs MI Live Updates: রাসেলের শিকার তিলক

রাসেলের শিকার তিলক ভার্মা। ফিরলেন ৬ রান করেই। 

KKR vs MI Live Score: ২ রানে আউট রোহিত

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম উইকেটের পতন। মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা। 

KKR vs MI Live Updates: ২০ ওভারে কলকাতা ১৬৫/৯

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।

KKR vs MI Live Score: মেডেন ওভার দিয়ে ৩ উইকেট বুমরার

আগুনে বোলিং বুমরার। আঠারোতম ওভারে মেডেন ওভার দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। ঝুলিতে পাঁচ উইকেট।

KKR vs MI Live: ৪৩ রানে আউট রানা

৪৩ রান করে জশপ্রীত বুমরার বলে আউট নীতিশ রানা। ক্যাচ লুফলেন ঈশান কিষাণ।

KKR vs MI Live Score: ৯ রানে ফিরলেন রাসেল

বুমরার বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন আন্দ্রে রাসেল। ঝুলিতে সংগ্রহ মাত্র ৯।

KKR vs MI Live Updates: আউট শ্রেয়স

কেকেআরের তৃতীয় উইকেটের পতন। ৬ রান করে আউট শ্রেয়স আইয়ার।

KKR vs MI Live Score: ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ পূরণ নাইটদের

১১ ওভারে ১০০ পূরণ কলকাতা নাইট রাইডার্সের। পরপর ২ টো ছক্কা হাঁকালেন নীতিশ রানা।

KKR vs MI Live: আউট রাহানে

কলকাতার দ্বিতীয় উইকেটের পতন। ২৫ রানে প্যাভিলিয়নে ফিরলেন অজিঙ্ক রাহানে। 

KKR vs MI Live Score: ৮ ওভারে নাইট রাইডার্স ৭৫/১

৮ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৭৫ রান তুলে নিল কেকেআর। ক্রিজে আছেন রাহানে ও রানা।

KKR vs MI Live Updates: আউট ভেঙ্কটেশ

কলকাতার প্রথম উইকেটের পতন। ২৪ বলে ৪৩ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার।

KKR vs MI Live Updates: ৪ ওভারে ৩১ কেকেআরের

৪ ওভারে ৩১ রান বোর্ডে তুলে নিল কেকেআর। কোনও উইকেট পাননি তিনি। 

KKR vs MI Live: ফিল্ডিং নিলেন রোহিত

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। 

KKR vs MI Live Updates: ডু অর ডাই ম্যাচ কেকেআরের

আজ মুম্বইয়ের বিরুদ্ধে হার মানেই প্লে অফের ওঠার সম্ভাবনা পুরোপুরি শেষ কলকাতার।

প্রেক্ষাপট

মুম্বই: আজ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে নাইট (KKR) শিবির। শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টস দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রেয়স বাহিনী। 


কলকাতা নাইট রাইডার্স


প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এখান থেকে সব ম্যাচ জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। তার ওপর আবার নিজেদের রান রেটও আরও উন্নত করতে হবে। এখানেই শেষ নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নাইট একাদশে ফিরতে পারেন উমেশ যাদব। এই ম্যাচে ওপেনে ফিরতে পারেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। প্রথম কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। এরপর থেকে আর সুযোদ পাননি। ফের একবার সুযোগ আসতে পারে মুম্বইকরের সামনে। 


মুম্বই ইন্ডিয়ান্স


মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং ব্রিগেড শক্তিশালী হয়েছে রিইলি মেরিডিথ একাদশে খেলার পর থেকে। বুমরার পাশে বাউন্স ও গতিতে মেরিডিথ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিল তারা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.