শারজা: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি।

কেকেআর এই ম্যাচে সুনীল নারাইনকে বাদ দিয়েছে। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নাইটদের আগের ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়েছিল। তাঁকে সতর্কিত করা হয়েছিল। নারাইনের বল করা নিয়ে সমস্যা ছিল না। তবে আর একবার রিপোর্ট হলে নিষিদ্ধ হতো নারাইনের বোলিং। কেকেআর কোনও ঝুঁকি না নিয়ে নারাইনের জায়গায় সুযোগ দিয়েছে টম ব্যান্টনকে।

টসের পর কার্তিক বলেন, ‘আমিও টস জিতলে ব্যাটিং নিতাম। ব্যান্টন দারুণ ক্রিকেটার। ও ভবিষ্যতের মহাতারকা। সুনীল নারাইনের পরিবর্তে খেলছে।’ কোহলি বলেন, ‘এই পিচে প্রচুর রান ওঠে। প্রথমে ব্যাট করে যত বড় সম্ভব স্কোর করতে চাই। কারণ পিচ পরের দিকে মন্থর হয়ে যাবে।’

পুরো দল

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, ইসুরু উদানা, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহল।

কলকাতা নাইট রাইডার্স: শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, টম ব্যান্টন, অইন মর্গ্যান, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।