কলকাতা: রুদ্ধশ্বাস ম্যাচে তাঁর করা শেষ ওভার ম্যাচ জিতিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। শাহরুখ খানের (SRK) সামনে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেকেআরের নতুন নায়ক হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি। সেই হর্ষিত রানা (Harshit Rana) ম্যাচ জিতিয়েও স্বস্তি পেলেন না। কারণ, মোটা টাকার জরিমানা হল হর্ষিতের। আচরণবিধি ভাঙার অভিযোগে।


শনিবারের ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নেন হর্ষিত। তবে বেশ কয়েকবার আগ্রাসন দেখান। ময়ঙ্ক অগ্রবালকে ফিরিয়ে তাঁর দিকে চুম্বন ছুড়ে দেন হর্ষিত। আর শেষ ওভারে দুরন্দ ছন্দে থাকা হেনরিখ ক্লাসেনকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেন। যা নিয়ে একপ্রস্থ কথা কাটাকাটিও হয় ক্লাসেনের সঙ্গে। হর্ষিতের দিকে তেড়ে যান ক্লাসেন। তার আগে ময়ঙ্কের সঙ্গেও কড়া দৃষ্টি বিনিময় হয়েছিল তরুণ ডানহাতি পেসারের।


হর্ষিতের ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে তরুণ নাইট পেসার একই সঙ্গে দুটি লেভেল ওয়ান অপরাধ করেছেন। প্রথম অপরাধের জন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ এবং দ্বিতীয় অপরাধের জন্য ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা যেহেতু লেভেল ওয়ান অপরাধ, তাই এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ পাবেন না রানা। মনে করা হচ্ছে, প্রথমে ময়ঙ্ক ও পরে ক্লাসেনের সঙ্গে বিবাদে জড়ানোর জন্য এত বড় শাস্তি হল হর্ষিতের।


 






তবে হর্ষিতের আচরণ মেনে নিতে পারছেন না সুনীল গাওস্কর। কিংবদন্তি বলেছেন, 'হর্ষিত এটা ঠিক করেনি। ময়ঙ্ক ওকে এমন কিছু বলেনি বা করেনি যে, এভাবে প্রতিক্রিয়া দিতে হবে। এসব না করেও ক্রিকেট খেলা যায়। সেটা হর্ষিতকে বুঝতে হবে।' তবে নাইট তরুণের কীর্তিতে খুশি প্রাক্তন ক্রিকেটারেরা। ইউসুফ পাঠান লোকসভা নির্বাচনে লড়ছেন বহরমপুর থেকে। প্রচারের ফাঁকেও তিনি সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন হর্ষিতকে। ইরফান পাঠানও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অভিনন্দন জানিয়েছেন হর্ষিতকে।                  


আরও পড়ুন: Punjab Kings 2024: বিদেশিরাই প্রীতির দলের সেরা অস্ত্র, তবে পাঞ্জাবকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখছি না


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে