KKR vs SRH Final LIVE Score: ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর
KKR vs SRH IPL Final 2024 LIVE Score: যে চিপকে ১২ বছর আগে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল কেকেআর, সেই মাঠেই জিতল তৃতীয় খেতাব।
হাফসেঞ্চুরি বেঙ্কটেশ আইয়ারের। ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর।
৩২ বলে ৩৯ রান করে ফিরলেন রহমানউল্লাহ গুরবাজ়। ৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ১০৬/২। ম্যাচ জিততে আর মাত্র ৮ রান চাই নাইটদের।
১২ বলে ৪০ রানে ক্রিজে বেঙ্কটেশ। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭২/১। ম্যাচ জিততে ১৪ ওভারে ৪২ চাই নাইটদের।
ভুবনেশ্বরের এক ওভারে উঠল ২০ রান। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৬/১।
কামিন্সকে ৬ মেরে শুরু করেছিলেন। কিন্ত পরের বলেই আউট নারাইন (৬)। ২ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৭/১। ক্রিজে রহমানউল্লাহ গুরবাজ় ও বেঙ্কটেশ আইয়ার।
অসুস্থতা সামান্য কমতেই মাঠে এসেছিলেন শাহরুখ খান। সঙ্গে স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, ছোট ছেলে আব্রাম। ছিলেন জুহি চাওলাও। তাঁদের সামনে জ্বলে উঠলেন কেকেআর বোলাররা। সবচেয়ে বেশি ৩ উইকেট নিলেন আন্দ্রে রাসেল। এবারের টুর্নামেন্টে অলরাউন্ডার রাসেলের পুনর্জন্ম হল যেন। প্রত্যেক ম্যাচে নিয়ম করে উইকেট তুললেন। ২টি করে উইকেট স্টার্ক ও হর্ষিতের। বৈভব, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী নিলেন একটি করে উইকেট। প্রথম আইপিএল জয়ের মাঠে তৃতীয় খেতাব জেতা যেন সময়ের অপেক্ষা কেকেআরের।
রাসেলের বলে ২৪ রান করে ফিরলেন কামিন্স। ১৮.৩ ওভারে ১১৩ রানে অল আউট হায়দরাবাদ। কেকেআরের সামনে তৃতীয় খেতাব জেতার জন্য লক্ষ্য মাত্র ১১৪।
নারাইনের বলে ৪ রান করে ফিরলেন জয়দেব উনাদকাট। ১৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১১৩/৯।
নারাইনের বলে কামিন্সের ক্যাচ ফেললেন স্টার্ক। ১৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯৮/৮।
১৭ বলে ১৬ রান করে হর্ষিত রানার বলে বোল্ড ক্লাসেন। মেডেন ওভার নিলেন হর্ষিত। ১৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯০/৮।
১৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯০/৭।
মাত্র ৪ রান করে রাসেলের বলে কট বিহাইন্ড আব্দুল সামাদ। ১৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৮২/৭। ক্রিজে ক্লাসেন ও কামিন্স।
৭ বলে ৮ রান করে বরুণ চক্রবর্তীর বলে ফিরলেন শাহবাজ আমেদ। ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭২/৬।
রাসেলের বলে ফিরলেন মারক্রাম (২০)। ১১ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭০/৫।
সুনীল নারাইনের দ্বিতীয় ওভারে উঠল মাত্র ৩ রান। ১০ ওভারের শেষে হায়দরাবাদ ৬১/৪।
হর্ষিতের ওভারে উঠল মোটে ৭ রান। ৯ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫৮/৪।
প্রথম ওভার বল করতে এসে মাত্র ৪ রান দিলেন নারাইন। ৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫১/৪।
১০ বলে ১৩ রান করে হর্ষিত রানার বলে কট বিহাইন্ড নীতীশ রেড্ডি। ৭ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৪৭/৪।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৪০/৩। ক্রিজে মারক্রাম ও নীতীশ রেড্ডি।
ফের ঘাতক স্টার্ক। তাঁর বলে রাহুল ত্রিপাঠির ৪২ মিটার উঁচু ক্যাচ ধরলেন রামনদীপ সিংহ। ৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ২৩/৩।
৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ২১/২।
৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৫/৩। ক্রিজে রাহুল ত্রিপাঠি ও এইডেন মারক্রাম।
বৈভব অরোরার স্যুইংয়ের হদিশ না পেয়ে কট বিহাইন্ড ট্র্যাভিস হেড। ২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৬/২।
ফের প্রথম ওভারে স্টার্কের ম্যাজিক। স্টার্কের দুরন্ত ডেলিভারিতে মাত্র ২ রান করে বোল্ড অভিষেক শর্মা। ১ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৩/১।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ফিল্ডিং করবে কেকেআর।
পয়েন্ট টেবিলের দুই নম্বরে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে তারা কেকেআরের কাছে হেরে যায়। তারপর মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেও পরের ম্যাচে হেরে যায় গুজরাতের কাছে। তারপর পরপর ৪ ম্যাচ জেতেন প্যাট কামিন্সরা। হারান চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, আরসিবি ও দিল্লি ক্যাপিটালসকে। এরপর আরসিবি ও সিএসকের কাছে হারতে হয় হায়দরাবাদকে। পরের ম্যাচে রাজস্থানকে হারালেও ফের হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। তারপর লখনউকে হারান কামিন্সরা। গুজরাতের সঙ্গে পরের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। পরের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারায় হায়দরাবাদ। যোগ্যতা পায় প্লে অফের। কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের কাছে হেরে যান কামিন্সরা। কোয়ালিফায়ার টু-তে রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ।
আইপিএলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল কেকেআর। পরের দুই ম্যাচে তারা হারায় আরসিবি ও দিল্লি ক্যাপিটালসকে। তবে চতুর্থ ম্যাচে সিএসকে-র কাছে হেরে যায় নাইটরা। পরের ম্যাচে ঘরের মাঠে লখনউকে হারায় কেকেআর। তার পরের ম্যাচে ইডেনে হেরে যায় রাজস্থানের কাছে। এরপর আরসিবিকে হারায় কেকেআর। পরের ম্যাচে ২৬১ রান তুলেও হেরে যায় পাঞ্জাব কিংসের কাছে। তারপর দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সকে দুবার ও লখনউ সুপার জায়ান্টসকে হারা কেকেআর। গুজরাত টাইটান্স ও রাজস্থানের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার ওয়ানে খেলে কেকেআর। সেই ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে ওঠেন শ্রেয়স আইয়াররা।
তবে অসংখ্য ভক্ত-অনুরাগীরা আশ্বস্ত হতে পারেন একটি খবরে। সব কিছু ঠিকঠাক চললে, কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ফাইনালে মাঠে হাজির থাকছেন শাহরুখ। সঙ্গে কন্যা সুহানা, ছোট ছেলে আব্রাম-সহ প্রায় পুরো দল। কেকেআর শিবিরে ফোন করে জানা গেল, দলকে বাজিগর জানিয়ে দিয়েছেন, 'ম্যায় হুঁ না...'। তাঁর জন্য চেন্নাইয়ে কেকেআরের টিমহোটেলে ঘর বুক করে রাখা আছে। নাইট শিবির থেকে খোলাখুলি কিছু বলা হচ্ছে না এখনও। তবে বিশ্বস্ত সূত্রের খবর, চেন্নাইয়ে থাকছেন এসআরকে।
কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH) আইপিএল ফাইনাল (IPL Final 2024) খেলছে, আর তিনি মাঠে নেই, তা আবার হয় নাকি! তিনিই যে দলের সবচেয়ে বড় চিয়ার লিডার। অথচ সেরকমই আশঙ্কা তৈরি হয়েছিল। আমদাবাদে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কেকেআর মালিককে ভর্তি করা হয়েছিল আমদাবাদের এক হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রবল গরমে ডিহাইড্রেশনের শিকার হয়েছেন বলিউডের বাদশা। সেই থেকেই প্রমাদ গুনছিলেন নাইট সমর্থকেরা। রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ফাইনালে থাকতে পারবেন তো বাজিগর? তিনি না থাকা মানে যে কেকেআরের ঝাঁঝটাই কমে যাবে বেশ খানিকটা।
১২ বছর পর ফের পয়মন্ত মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ফাইনালে (IPL Final) নামছে কেকেআর (KKR vs SRH)। সেই ম্যাচের আগে নাইট ক্রিকেটারদের উৎসাহ দিতে হাজির হয়ে গিয়েছিলেন কেকেআরের প্রথম আইপিএল জয়ের নায়ক মনবিন্দর সিংহ বিসলা। শনিবার চিপক স্টেডিয়ামে নাইট ক্রিকেটারদের প্র্যাক্টিসের সময় হাজির ছিলেন বিসলা। যিনি চলতি আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। বৃষ্টিতে কেকেআরের প্র্যাক্টিস ভেস্তে গেলেও শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তীদের সঙ্গে কথা বলেন বিসলা। খোশগল্প করতে দেখা যায় ২০১২ সালের সতীর্থ সুনীল নারাইনের সঙ্গেও।
প্রেক্ষাপট
চেন্নাই: আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলের প্রথম দুটো স্থানে থাকা দুটো দল। ফাইনালে তারাই পরস্পর মুখোমুখি হয়েছিল। তবে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে দাঁড়াতেই দিল না কলকাতা নাইট রাইডার্স। ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে তৃতীয় আইপিএল ট্রফি জিতল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল খেতাব জয়
কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ মরশুমে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১২ সালে প্রথমবার কেকেআর খেতাব জেতে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে। সেই ফাইনালটিও চিপকেই হয়েছিল।
২০১৪ সালে দ্বিতীয়বার আইপিএল জেতে কেকেআর। ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল নাইটরা।
সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ মরশুমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেতাব জেতে, ৮ উইকেটে আরসিবিকে হারায় তারা। এর আগে সানরাইজার্স যখন ডেকান চার্জার্স ছিল, তখন ২০০৯ সালে আরসিবিকে ৬ রানে হারিয়ে খেতাব জিতেছিল, অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
আইপিএলে শ্রেয়স ও কামিন্সের অধিনায়ক হিসেবে রেকর্ড
শ্রেয়স আইয়ার চলতি মরশুমে কেকআরকে ১৪ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৩ ম্য়াচ হেরেছেন। ১০ ম্য়াচ জিতেছেন। একটি ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। জয়ের শতকরা শতাংশ ৭৬.৯২। প্যাট কামিন্সকে নিলাম থেকে ২০.৫ কোটি টাকা মূল্যে নেওয়া হয়েছিল। ১৫ ম্য়াচের মধ্যে ৯টি জয় ও ৬টি হারের মুখে পড়তে হয় তাদের। জয় ৬০ শতাংশ। কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারিয়েছিল।
সেরা পারফরম্য়ান্স
ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ব্যাট ও বল হাতে কেকেআর শিবিরের সেরা পারফর্মার। ১৪ ম্য়াচে ৪৮২ রান করেছেন। একটি শতরান ও তিনটি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। বল হাতেও ১৬ উইকেট নিয়েছেন।
বল হাতে বরুণ চক্রবর্তী ১৪ ম্য়াচে ২০ উইকেট ঝুলিতে পুরেছেন। পার্পল ক্য়াপের দৌড়েও রয়েছেন তিনি। ১৬/৩ সেরা বোলিং ফিগার তামিলনাড়ুর স্পিনার।
সানরাইজার্স শিবিরের ব্যাটারদের মধ্যে ট্রাভিস হেড ১৪ ম্য়াচে ৫৬৭ রান করেছেন। একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান রয়েছে। ১০২ ব্যক্তিগত সর্বোচ্চ। ১৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।
বল হাতে টি নটরাজন ১৩ ম্য়াচে ১৯ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। সেরা বোলিং ফিগার ১৯/৪।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -