কলকাতা: শুরু হয়ে গিয়েছে আইপিএলের ১৭তম সংস্করণ (IPL 2024)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলতে দেশ বিদেশের তারকারা ভিড় জমিয়েছেন শহরে। সেই কেকেআর দলের অঙ্গ রহমানুল্লাহ গুরবাজ়ও (Rahmanullah Gurbaz)। সম্প্রতি নাইট শিবিরের আফগান তারকার এক ভিডিও নেটিজেনদের বেশ মন কেড়েছে।
কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা একটি ভিডিওতে গুরবাজ়কে এক অটোওয়ালর সঙ্গে মজা করতে দেখা গিয়েছে। গুরবাজ় সেই ভিডিওতে নিজের পরিচয় লুকিয়ে উঠেন। মুখে মাস্ক পরা গুরবাজ়কে এরপর নিজের গন্তব্যে পৌঁছে অটোওয়ালের সঙ্গে দাম নিয়ে দর কষাকষি করতে দেখা যায়। এরপরেই একধাপ এগিয়ে গুরবাজ় অটোওয়ালাকে জানান তিনি নিজের টাকার ব্যাগ অফিসেই ফেলে এসেছেন।
তবে তার ওপর রাগ নয় বরং, হাসিমুখে গোটা বিষয়টা মেনে নেন সেই অটোওয়ালা। বরং উল্টে তাঁর হাতে টাকাও তুলে দেন সেই অটোওয়ালা। গুরবাজ় নিজের সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও পোস্ট করেন। গুরবাজ় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'গরীবদের মন সবথেকে বড় হয়। কোনও কারণ ছাড়াই বাকিদের সাহায্য করা এবং কোনওকিছু পাওয়ার আশা ছাড়াই দান করে। পৃথিবীর বুকে বসবাস করার বদলে তো এটাই প্রতিদান।'
প্রসঙ্গত, মরশুমের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কেকেআর। নিজেদের পরের ম্যাচে ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে কেকেআর। তার আগে আজই শহর ছাড়লেন নাইটরা। দিল্লির হোম ম্যাচ হলেও, অবশ্য ম্যাচটি রাজধানী নয়, বরং বিশাখাপত্তনমে আয়োজিত হবে। কেকেআর জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
উইলির বদলি
আজই চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস। তার আগে নতুন প্লেয়ারকে দলে নিল এই ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টে থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ডেভিড উইলি। এবার তাঁর পরিবর্ত হিসেবে ম্য়াট হেনরিকে দলে নিল কে এল রাহুলের শিবির। নিলামে নিজের বেস প্রাইস ১ কোটি ২৫ লক্ষ টাকা রেখেছিলেন হেনরি। সেই মূল্যেই এবার লখনউ শিবিরে যোগ দিতে চলেছেন কিউয়ি পেসার। নিউজিল্যান্ডের জাতীয় দলের দীর্ঘদিনের সদস্য হেনরি। ২০১৯ বিশ্বকাপের রানার্স আপ ছিলেন তিনি। এছাড়া ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড দলের সদস্যও ছিলেন এই পেস বোলার। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২৫টি টেস্ট খেলেছেন তিনি। ওয়ান ডে ম্য়াচ খেলেছেন ৮২টি ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে নেমেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আগুনে গতির রহস্য থেকে রোল মডেল, স্বপ্নের আইপিএল অভিষেকের পর খোলামেলা ময়ঙ্ক যাদব