চেন্নাই: আইপিএল শুরুর আগেই আচমকা সিএসকের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad) নেতৃত্বভার তুলে দিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ২ টো ম্য়াচে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর দুটোতেই জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই। পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে সিএসকে। সে মহেন্দ্র সিংহ ধোনির অবদান উইকেটের পেছন থেকে যতই থাকুক না কেন, রুতুরাজের প্রশংসা শোনা গিয়েছে চারিদিকে। এবার রুতুরাজের নেতৃত্বগুণ নিয়ে মুখ খুললেন সিএসকেতে ফ্লেমিংয়ের সহকারী কোচ এরিক সিমন্স। 


আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে। নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবেন ধোনিরা। তার আগে চেন্নাইয়ের সহকারী কোচ বলছেন, ''আমার মনে হয় রুতুরাজ ভীষণ ঠাণ্ডা মাথার ছেলে। ও খেলাটা বোঝে। সবসময় শেখার জন্য মুখিয়ে থাকে। ক্রিকেটের দারুণ একজন ছাত্র। অধিনায়ক হিসেবে যবে থেকে শুরু করেছে ও। তখন থেকে ও বারবার জানতে চাইত। মুখিয়ে থাকত নতুন নতুন বিষয়ে বোঝার জন্য। শুধু ভাল ব্যাটিং করলেই হয় না, শুধু ভাল ট্য়াকটিক্স থাকলেই হয় না। সেই ট্যাকটিক্স সম্পর্কে বুঝতে হয়। ট্যাকটিক্স সম্পর্কে বুঝতে হয়। কেন কোনও প্লেয়ারকে কোথায় ফিল্ডিংয়ে রাখা হয়। তা জানতে হয়। আর রুতুরাজ তা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করে।''


এদিকে আজ মহেন্দ্র সিংহ ধোনি সেই মাঠে নামতে চলেছেন যেই মাঠে নিজের ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ রান হাঁকিয়েছিলেন তিনি। এই মাঠেই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মহেন্দ্র সিংহ ধোনির ধ্বংসাত্মক রূপ দেখা গিয়েছিল। শতরান হাঁকিয়েছিলেন ধোনি। করেছিলেন অপরাজিত ১৮৩ রান। ১৯ বছর আগে তখন ভারতীয় দলের নেতৃত্বে সৌরভ। আজ সেই মাঠে দুইজনেই ফের একবার উপস্থিত থাকবেন। তবে ভিন্ন ভিন্ন দলে। সিএসকের তারকা ক্রিকেটার ধোনি অধিনায়কত্ব ছাড়লেও, তাঁকে তরুণ রুতুরাজের সহায়তা করতে ফিল্ডিংয়ের সময় গাইড করতে দেখা গিয়েছে। অপরদিকে, দিল্লির জয়ের রূপরেখা তৈরির দায়িত্বে সৌরভ। লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে।


আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ২৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে চেন্নাই। দিল্লি যেখানে ১০টি ম্যাচ জিতেছে, সেখানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সিএসকে ১৯টি ম্যাচ জিতেছে। 


আরও পড়ুন: নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলল সানরাইজার্স, ৩ উইকেট মোহিতের