বিশাখাপত্তনম: বিগত পাঁচ মরশুমের মধ্যে চারটিত গ্রুপ পর্বের গণ্ডিই পেরোতে পারেনি দল। তবে চলতি আইপিএল মরশুমে (IPL 2024) যেন নতুন উদ্যমে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। দলের হয়ে দুইবারের খেতাবজয়ী অধিনায়ক গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনের পরে একেবারে ভিন্নরূপে দেখা যাচ্ছে কেকেআর। সাহসী, আগ্রাসী এবং বিধ্বংসী নাইটরা নিজেদের মরশুমের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে। দিল্লি ক্য়াপিটালসকে ১০৬ রানের বিরাট ব্যবধানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে কেকেআর।

এখনও পর্যন্ত লিগে কেবল কেকেআর আর রাজস্থান রয়্যালসই অপরাজিত রয়েছে। দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে নাইটরা লিগ তালিকায় দুইয়ে ছিল। বিরাট ব্যবধানে জয়ের সুবাদে কেকেআরের নেট রান রেট অনেকটাই এগিয়ে গেল। রয়্যালসদের নেট রান ১.২৪৯, খুব ভাল হলেও, রাজধানীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কেকেআরের শতাধিক রানে জয়ে তাদের নেট রান রেট দাঁড়িয়েছে ২.৫১৮। এই নেট রান রেটের সুবাদেই সঞ্জু স্যামসনজের পিছনে ফেলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল লিগ তালিকায় শীর্ষস্থান দখল করে নিল। 

দল ম্যাচ  জয় হার পয়েন্ট নেট রান রেট
কলকাতা নাইট রাইডার্স ২.৫১৮
রাজস্থান রয়্যালস ১.২৪৯
চেন্নাই সুপার কিংস ০.৯৭৬
লখনউ সুপার জায়ান্টস ০.৪৮৩
গুজরাত টাইটান্স -০.৭৩৮
সানরাইজার্স হায়দরাবাদ ০.২০৪
পাঞ্জাব কিংস -০.৩৩৭
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু -০.৮৭৬
দিল্লি ক্যাপিটালস -১.৩৪৭
মুম্বই ইন্ডিয়ান্স -১.৪২৩

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে অল্পের জন্য আইপিএলের সর্বাধিক রানের রেকর্ড নিজেদের নামে করার সুযোগ হাতছাড়া করে কেকেআর। তবে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে ২৭২ রানের বিরাট স্কোর বোর্ডে খাড়া করে নাইট শিবির। সৌজন্যে সুনীল নারাইনের ৮৫ রানের ইনিংসের পাশাপাশি অঙ্গকৃষের ৫৪ ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ৪১ রানের ইনিংস। জবাবে বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নিয়ে দিল্লিকে ১৬৬ রানেই অল আউট করে দেয়। ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্থ ৫৫ ও ট্রিস্টান স্টাবসের ৫৪ রানের ইনিংস ব্যতীত আর কেউ বলার মতো রান করেননি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: দীর্ঘদিনের কড়া অনুশীলনেই সাফল্য, অভিষেকে অর্ধশতরান হাঁকিয়ে নায়ার-বন্দনা অঙ্গকৃষের