চেন্নাই: রাত পেরোলেই আইপিএল ফাইনালের (IPL 2024 Final) মহারথ। ফাইনালের আগে আজ চিপকে অনুশীলন করার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। কিন্তু বাধ সাধল আবহওয়া। বৃষ্টির জেরে মাঠে অনুশীলনই করতে পারলেন না শ্রেয়স আইয়াররা।  


শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা পর্যন্ত চিপকে নাইট শিবিরের অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টির জেরে গোটা অনুশীলনই বাতিল করতে হল কেকেআরকে। মঙ্গলবার, ২১ মে কোয়ালিফায়ার ১-এ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথম দল হিসাবে আইপিএলের ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছিল কেকেআর। আমদাবাদে সেই ম্য়াচ জেতার ঠিক পরের দিন, বুধবারই চেন্নাইয়ে পৌঁছয় নাইট শিবির। বৃহস্পতিবার তাঁরা অনুশীলনও করেন। 


শনিবার, আইপিএল ফাইনালের আগেরদিন ১১.৩০টা থেকে ২.৩০টে পর্যন্ত কেকেআর টিম হোটেলে অনুশীলন সারে। এর মাঝে অধিনায়ক শ্রেয়স অবশ্য ফাইনালের ফটোশ্যুটের জন্য বেরিয়ে যান। সেই ফটোশ্যুটের পর বিকেল ৪.১৫টে নাগাদ দল অনুশীলন করার জন্য মাঠের উদ্দেশে রওনা দেন। ৪.৩০টে থেকে সাংবাদিক বৈঠক ছিল। সেই বৈঠক সারার পর বিকেল পাঁচটায় নাইটদের অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু অনুশীলনে নামতেই গিয়েই বিপত্তি। একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সেই বৃষ্টির জেরেই অনুশীলনই করা গেল না। 


 






এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কাল আইপিএল ফাইনালে কী হবে? আবহাওয়া কেমন থাকবে? সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে চিন্তার কোনও কারণ নেই। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী কাল মাত্র এক শতাংশ বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অবশ্য সন্ধের দিকে ১০০ শতাংশ আকাশই মেঘে ঢাকা থাকতে পারে। তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ খুব হেরফের না হলে, কাল ৪০ ওভারের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইপিএলের খেতাবজয়ী দল নির্ধারিত হবে। কেকেআর না সানরাইজার্স, শ্রেয়স না কামিন্স, রবিবাসরীয় ফাইনাল শেষে কার মুখে হাসি ফুটবে, সেটাই দেখার বিষয়।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শ্রেয়স যখন সুনীল, নারাইনের বোলিং অ্যাকশনের অবিকল নকল করে চমকে দিলেন কেকেআর অধিনায়ক