চেন্নাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আইপিএলের ১৭তম সংস্করণের মেগা ফাইনালে মাঠে (IPL Final 2024) নেমে পড়বে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। চিপকের ময়দানে সেই ফাইনালে ভাগ্য নির্ধারণে স্পিন বোলিং কিন্তু বিরাট ভূমিকা পালন করতে পারে। অন্তত শুক্রবার আইপিএলের কোয়ালিফায়ার ২ দেখে তেমনই পূর্বাভাস মিলছে। সুনীল নারাইন (Sunil Narine) সেক্ষেত্রে নাইট শিবিরের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। ফাইনালের আগে কেকেআর শিবিরে এক নয়, দেখা মিলল জোড়া সুনীল নারাইনের।


জোড়া সুনীল নারাইন শুনে অনেকেই চমকে যেতে পারেন। কেকেআরের অনুশীলনে সুনীল নারাইনের বোলিং অ্যাকশনের নকল করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই অবিকল হাতের তালুতে বল লুকিয়ে মন্থর গতিতে ক্রিজের দিকে এগিয়ে গিয়ে মাথার পিছন থেকে বল ছাড়া। একেবারে অক্ষরে অক্ষরে সুনীল নারাইনকে নকল করে তাক লাগিয়ে দিলেন কেকেআর অধিনায়ক। তাঁকে দেখে বোঝা দায় যে তিনি সুনীল নারাইন নন, শ্রেয়স আইয়ারকেকেআরের তরফে গোটা ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়।   


 






 


শ্রেয়সের এই নারাইনের বোলিং অ্যাকশন নকল করা দেখে তো সোশ্যাল মিডিয়ায় শোরগোল। শ্রেয়সকে অবশ্য এই প্রথম যে বোলিং করতে দেখা গিয়েছে, তা কিন্তু নয়। তিনি অতীতে জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে হাত ঘুরিয়েছেন। তবে আইপিএলের ১১৪ ম্যাচের কেরিয়ারে মাত্র একটি ম্যাচেই এক ওভার বল করতে দেখা গিয়েছে শ্রেয়সকে। সেই ওভারে তিনি সাত রান দিয়েছিলেন।


 



 


রবিবাসরীয় মেগা ফাইনালে পরিস্থিতি স্পিনসহায়ক থাকলে কি ফের একবার স্পিনার শ্রেয়সের দেখা মিলবে? উত্তর সম্ভবত না। কারণ নাইট শিবিরে কিন্তু স্পিন বোলারের অভাব নেই। নারিন, বরুণ চক্রবর্তী তো আছেনই, রয়েছেন নীতীশ রানা, সুয়াশ শর্মারাও। তবে সেই মেগা ডুয়েলের আগে তিনি নিজের এই বোলিং অ্যাকশনে সকলের নজর কেড়ে নিলেন, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আইপিএল ফাইনালে ১২ বছর আগের বিসলা হয়ে উঠতে পারবেন গুরবাজ়?