কলকাতা: এমন ছবির অপেক্ষা কেউ করেছিলেন কি না জানা নেই। কারণ আইপিএলে (IPL 2024) মাঠে হোক বা মাঠের বাইরে বারবার ২ জনে শিরোনামে উঠে এসেছেন, নিজেদের ঝামেলায় জড়ানোর জন্য। গতবার তো হাতাহাতির পর্যায়েও পৌঁছে গিয়েছিল গৌতম গম্ভীর ও বিরাট কোহলির লড়াই। কিন্তু শুক্রবার চিন্নাস্বামী দেখল একেবারে অন্য় ছবি। বলা যেতে পারে একেবারে বিরল মুহূর্তের ছবি। গম্ভীর ও বিরাট দু জনে একে অপরের পাশে দাঁড়ালেন, হাত মেলালেন। জড়িয়ে ধরলেন দুজন দুজনকে। হাসিমুখে সারাক্ষণ কথা বললেন। এরপর দু জন দুজনের দিকে থাম্ব দেখিয়ে চলে গেলেন। ২২ গজে আরসিবি বনাম কেকেআর ম্য়াচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও এই টুকরো ছবি যেন বুঝিয়ে গিল যে সম্পর্কের বরফ গলেছে ২ তারকার। 


আর এই ছবিটি নজর এড়ায়নি কলকাতা পুলিশেরও। বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কলকাতা পুলিশ। খেলার মাঠের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে মিম বানিয়ে সচেতনতামূলক বার্তা দিতে দেখা গিয়েছে তাদের। এবার কোহলি ও গম্ভীরের এমন সুন্দর ছবিটিও পোস্ট করে কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, ''সমস্যা গম্ভীর হোক বা বিরাট, সমাধান করতে ডায়াল করুন ১০০ নম্বরে''। অর্থাৎ ২ ক্রিকেটারের নামকে সুন্দরভাবে ব্য়বহার করে এখানে জনসচেতনামূলক বর্তা দিতে চেয়েছে কলকাতা পুলিশ। 


 






এদিন স্ট্র্যাটেজিক টাইমের সময় মাঠে আসেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। বিশ্বকাপজয়ী ভারতীয় ওপেনারকে দেখে এগিয়ে যান বিরাট।দুজনকে দেখা যায় একে অপরকে আলিঙ্গন করছেন। হাসিমুখে কথা বলেন দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দুজনের সম্পর্কের বরফও যেন গলার ইঙ্গিত। এদিকে, চলতি আইপিএলে প্রথম দল হিসেবে অ্যাওয়ে ম্য়াচে জিতল কেকেআর। ১৯ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় কেকেআর। প্রথমে ব্যাট করতে নেমে আরসিব বোর্ডে তুলে নিয়েছিল ১৮২ রান। অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে নারাইন ও সল্টের মারমুখি ব্যাটিংয়ের সামনে রীতিমত নাকানিচোবানি খাচ্ছিলেন আরসিবি বোলাররা। অবশেষে ১৬.৫ ওভারে ম্য়াচ জিতে যায় কেকেআর।