দুবাই: চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরিটা এল কে এল রাহুলের ব্যাট থেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। ম্যাচের সেরা হলেন রাহুলই। ২ ম্যাচে ১৫৩ রান-সহ তিনিই এখন অরেঞ্জ ক্যাপের মালিক। ম্যাচ জিতিয়ে উঠে রাহুল জানালেন, কীভাবে তিনি ফিরে পেয়েছিলেন মনোবল।
ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে রাহুল বললেন, ‘আমি খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। গতকাল ম্যাক্সির (গ্লেন ম্যাক্সওয়েল) সঙ্গে আড্ডা মারছিলাম। ও জানতে চেয়েছিল, কেমন লাগছে। ওকে বলেছিলাম, ব্যাটিংয়ে কোনও নিয়ন্ত্রণ পাচ্ছি না। শুনে ও বলল, মজা করছো নিশ্চয়ই। তুমি তো দারুণ খেলছো। আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। তবে জানতাম, ক্রিজে কিছুক্ষণ সময় কাটাতে পারলে আর ব্যাটের মাঝখান দিয়ে কয়েকটা শট খেললেই সব ঠিক হয়ে যাবে।’ ম্যাক্সওয়েলের সঙ্গে রাহুলের কথাবার্তার প্রতিফলন বৃহস্পতিবার দেখা গেল মাঠে। টের পেলেন আরসিবি বোলাররা। ৬৯ বলে ৭ ছয় ও ১৪টি বাউন্ডারি মেরে ১৩২ রানে অপরাজিত ছিলেন পঞ্জাব অধিনায়ক।
মহম্মদ শামি বৃহস্পতিবার পেয়েছেন এক উইকেট। ৪ উইকেট-সহ তিনি সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকার শীর্ষে। পার্পল ক্যাপ বাংলার পেসারের দখলে।
ব্যাটিংয়ে নিয়ন্ত্রণ পাচ্ছি না, ম্যাক্সওয়েল শুনে বলল মজা করছো! সেঞ্চুরি করে দলকে জিতিয়ে বললেন রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 11:59 PM (IST)
চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরিটা এল কে এল রাহুলের ব্যাট থেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব।
NEXT
PREV
আইপিএল (ipl) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -