পুণে: চেন্নাই সুপার কিংসকে হারালেও আইপিএলে ফের পা হড়কাল পাঞ্জাব কিংস। শুক্রবার লখনউ সুপারজায়ান্টসের কাছে ২০ রানে হেরে গেলেন ময়ঙ্ক অগ্রবালরা। লখনউয়ের ১৫৩/৮ স্কোর তাড়া করতে নেমে ১৩৩/৮ স্কোরে আটকে গেল পাঞ্জাব। এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল লখনউ।


লক্ষ্য ১৫৪


শুরুটা ভাল করেও ইনিংসের মাঝপথে থমকে গেল রান ওঠার গতি। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ সুপারজায়ান্টস (LSG) তুলল ১৫৩/৮। পাঞ্জাব বোলারদের মধ্যে দুরন্ত ছন্দে কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৪ উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার। তাঁর দাপটেই লখনউ ইনিংসের কোমড় ভেঙে যায়। শেষ পর্যন্ত পাঞ্জাবের সামনে ১৫৪ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয় লখনউ।


শুরুতে ফিল্ডিং পাঞ্জাবের


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো । এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে । তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে । এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে । ময়ঙ্কও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি ।


ভাল শুরু


শুরুতেই অধিনায়ক কে এল রাহুলকে হারায় লখনউ। মাত্র ৬ রান করে ফেরেন রাহুল। তবে অপর ওপেনার কুইন্টন ডি'কক ছিলেন দুরন্ত ছন্দে। ৩৭ বলে ৪৬ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও জোড়া ছক্কা। তিন নম্বরে নেমে ২৮ বলে ৩৪ রান করেন দীপক হুডা। তারপরই ম্যাচে জাঁকিয়ে বসেন পাঞ্জাব বোলাররা। ২ উইকেট রাহুল চাহারের। ৪ ওভারে ৩০ রান দিয়েছেন তিনি। একটি উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করেছেন অভিজ্ঞ পেসার।


নড়বড়ে জবাব


রান তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধবনের উইকেট হারায় পাঞ্জাব। তবে ময়ঙ্ক অগ্রবাল (২৫) ও জনি বেয়ারস্টো (৩২) পাল্টা লড়াই সুরু করেছিলেন। তাঁরা ফেরার পর আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মহসিন খান ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন।