লখনউ: চলতি আইপিএল মরশুমের (IPL 2024) খোঁজ বলা হচ্ছে তাঁকে। তাঁর বলের গতিতে মুগ্ধ ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই। তবে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) গত ম্যাচে গুজরাতের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। এবার তাঁকে নিয়ে বড় আপডেট দিলেন দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। 


ময়ঙ্ক গুজরাতের বিরুদ্ধে রবিবারের ম্যাচে মাঠ ছাড়ার পর অনেকে মনে করছিলেন তাঁর সাইডস্ট্রেন হয়েছে। দুরন্ত গতিতে বল করা বোলারদের এই পেশির চোট অস্বাভাবিক কিছু নয়। দলের চিফ এগজিকিউটিভ অফিসার বিনোদ বিস্ত জানিয়েছিলেন, ময়ঙ্কের তলপেটে টান লেগেছে। সতর্কতা হিসাবে তাঁকে অতিরিক্ত পরিশ্রম করতে দেওয়া হচ্ছে না এবং আগামী এক সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। এবার দলের কোচ ল্যাঙ্গার স্পষ্ট জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ককে ফেরানোই লখনউয়ের লক্ষ্য। অর্থাৎ দিল্লি এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তারকা বোলার যে মাঠে নামতে পারবেন না, তা কার্যত নিশ্চিত।


ল্যাঙ্গার সাংবাদিক সম্মেলনে বলেন, '(১৯ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ককে ফেরানো) পরিকল্পনা সেটাই। আমরা চাই ও যাতে সবকয়টা ম্যাচ খেলে। তবে ধীরে ধীরে ওকে ফেরানো হবে। ও কিন্তু আমাদের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে এবং সেই উদ্দেশ্যে প্রচুর খাটা খাটনিও করছে। দিল্লির বিরুদ্ধে খেলবে না ও। পরবর্তী দুই ম্যাচের মধ্যে ব্যবধান এতই কম যে ওর এই দুই ম্যাচ খেলার সম্ভাবনাই খুব কম। তবে যত দ্রুত সম্ভব মাঠে নামার চেষ্টাতেই রয়েছে ও।'


আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের ঠিক দুইদিন পরেই, রবিবার ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে লখনউ। এই দুই ম্যাচেই ময়ঙ্ককে পাওয়া যাবে না। ল্যাঙ্গার জানান গুজরাত ম্যাচের আগে ময়ঙ্কের চোট ছিল, কিন্তু মেডিক্যাল দলের পরামর্শ নিয়েই তাঁকে মাঠে নামানো হয়েছিল। তবে এক ওভার বল করার পরেই তিনি ব্যথা অনুভব করেন। এমআরআই স্ক্যান করে ময়ঙ্কের পেশিতে হালকা ফোলাভাব ধরা পড়েছে। এর জেরেই তাঁর পরের দুই ম্যাচ খেলা হচ্ছে না।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টসে কারচুপি! MI-RCB ম্যাচের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া